Saturday, April 27, 2024
HomeBreaking News‘ভোটে পুলিশ বেশি তেড়িবেড়ি করলে কোর্টে শায়েস্তা করব’, জামালদহে হুমকি সুকান্ত মজুমদারের

‘ভোটে পুলিশ বেশি তেড়িবেড়ি করলে কোর্টে শায়েস্তা করব’, জামালদহে হুমকি সুকান্ত মজুমদারের

জামালদহঃ জামালদহে পৌঁছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা পরিষপদ দখলের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাতে শাসকদল ভোট লুট করতে না পারে সে কারণে নির্বাচন ও ভোট গণনার দিন দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জামালদহের সুপার মার্কেটে একটি দলীয় সভায় কর্মীদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখেন সুকান্ত। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাপরিষদ থেকে  তৃণমূলকে তাড়াব। ভোটের দিন পুলিশ বেশি তেড়িবেড়ি করলে কোর্টে নিয়ে গিয়ে কীভাবে শায়েস্তা করতে হয় সেটা বিজেপির জানা আছে।  তৃণমূল ভোট লুট করতে আসলে ভয় পাবেন না, আগে মারপিট করব না, মারামারি করতেও যাব না, আবার ছেড়েও কথা বলব না। কোনওভাবেই ভোট গ্রহনকেন্দ্র আর গননাকেন্দ্র ছাড়া যাবে না’।

এছাড়াও তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘চোরদের বিপক্ষে ভোট দিতে হবে। বড় চোরদের জন্য ইডি, সিবিআই রয়েছে। কিন্তু গ্রামের শাসক দলের ছোট চোরদের শায়েস্তা করার জন্য তিনি আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নিরপেক্ষ থাকার নিদান দেন তিনি।

প্রবল বৃষ্টির মধ্যেও সুকান্ত মজুমদারের সভায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্তমান শাসক দলের সীমাহীন দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিজেপিতে ভোট দেওয়ার আবেদন করেন। বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত বাবু বারবার মনে করিয়ে দেন যে জলপাইগুড়ি ওনার শ্বশুর বাড়ি। তাই তিনি এলাকার সকল আসনে বিজেপি কে জিতিয়ে আনার আবেদন করেন। সুকান্ত মজুমদারের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, জলপাইগুড়ি জেলার বিজেপির সহ-সম্পাদক দধিরাম রায় প্রমুখ। উল্লেখ্য আজ সারা কোচবিহার জেলা জুড়ে রয়েছে সুকান্ত মজুমদার এর বিভিন্ন কর্মসূচি। তারই প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয় জামালদহে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tourism affected | তীব্র গরমে পর্যটনে প্রভাব উত্তরে, পর্যটকশূন্য মূর্তি সহ গোটা ডুয়ার্স  

0
চালসাঃ পর্যটক শূন্য ডুয়ার্সের মূর্তি। একে লোকসভা নির্বাচনের আবহ, পাশাপাশি রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই কারণেই ডুয়ার্সমুখী হচ্ছে না পর্যটকেরা। যারা উত্তরের সৌন্দর্য উপভোগ...

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

0
মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের বাসিন্দাদের যদি কেউ শান্তিপূর্ণ ভোটের কথা বলতেন, তাঁরা হয়তো...

Joint war drills | বাংলাদেশ-চিনের যৌথ যুদ্ধ মহড়া! পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই প্রথম চিনের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। মে মাসের গোড়ায় ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এখবর...

ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

0
কৌশিক দাম প্রায় প্রতি বছর মোবাইলে কয়েকটা ডেজিগনেশন সেভ করতে হয়। প্রিসাইডিং, সেকেন্ড পোলিং, সেক্টর ইত্যাদি শুধুই পদ। তাই সত্যি সত্যি কয়েকদিন পর নামগুলো...

রাজনীতি ও ক্রিকেট যেখানে একাকার

0
রূপায়ণ ভট্টাচার্য এত বেয়াদপ গরম সেদিন, সবারই নাকি প্রাণ যায় যায়! সোশ্যাল মিডিয়াতেই মানুষের চুইয়ে ঘাম পড়ার দশা। কলকাতা নাকি হয়ে উঠেছে জয়সলমের। অথবা...

Most Popular