বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

‘দুর্নীতির কারণে চাকরি খোয়ালে ক্যামাক স্ট্রিট-কালীঘাটে গিয়ে ধর্নায় বসুন’, নিদান মনোজের

শেষ আপডেট:

মালবাজার: ‘ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে গিয়ে ধর্নায় বসুন’, দুর্নীতির কারণে যাঁরা চাকরি খুইয়েছেন তাঁদের উদ্দেশ্যে এমনই বললেন মাদারিহাটের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ মনোজ টিগ্গা।

পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ স্বশক্তিকরণ অভিযানের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার কাজে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার মাল শহরের গুড়জংঝোড়া মোড়ে বিজেপির মাল শহর মণ্ডল কমিটির কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মনোজ। তিনি বলেন, ‘২০১১ সালে মানুষ তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিল। তারপর সীমাহীন দুর্নীতি হয়েছে। সুষ্ঠুভাবে কোনও নিয়োগই করতে পারেনি। শিক্ষাক্ষেত্রে নিয়োগে লাগামছাড়া দুর্নীতি হয়েছে। ওএমআর শিট পাল্টে দেওয়া হয়েছে।’

প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোজবাবু বলেন, ‘আদালত বিষয়গুলি খতিয়ে দেখে আদেশ জারি করেছে। আমরা এটুকু বলতে পারি, যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা ক্যামাক স্ট্রিট কিংবা কালীঘাটে গিয়ে ধর্নায় বসুন। যতদিন না টাকা ফেরত পাচ্ছেন ধর্না চালিয়ে যান। আমরা আপনাদের সঙ্গে থাকব।’

বিধায়কের অভিযোগ, ‘১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে। অসহায় মানুষ প্লাস্টিক টাঙিয়ে কিংবা কাঁচা বাড়িতে রয়েছেন। অথচ তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নামে কিংবা স্ত্রী- পরিবারের সদস্যদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করেছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় ডঙ্কা বাজবে।’

বিজেপির মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী বলেন, ‘বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের নবম বর্ষপূর্তি হচ্ছে। সে উপলক্ষ্যে কর্মসূচি নেওয়া হচ্ছে। তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বুথ স্বশক্তিকরণ অভিযান নিয়েও আলোচনা হয়।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Mahananda river | হঠাৎ মহানন্দায় ভেসে উঠল অজস্র মরা মাছ, কারণ নিয়ে ধোঁয়াশা   

শিলিগুড়িঃ ঘড়িতে তখন রাত নয়টা। মঙ্গলবার রাতে হঠাৎ এয়ারভিউ...

Pahalgam Attack | পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু এক বাঙালীর, মৃতের স্ত্রীকে ফোনে সমবেদনা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হল ভূস্বর্গ।...

Hili Border | প্রেমের টানে ঘর ছেড়ে বিপাকে গৃহবধূ, মুক্তিপণ দিয়ে বাংলাদেশ থেকে স্ত্রীকে ফেরালেন স্বামী  

হিলি: সোশ্যাল মিডিয়ায় প্রথম পরিচয়। সেই পরিচয় কিছুদিন বাদেই...

Pahalgam Terror Attack | ‘তোকে মারব না, মোদিকে বলিস’, স্বামীর মাথায় গুলি করে স্ত্রী’কে বলল জঙ্গিরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটু দূরেই তুষারাবৃত পাহাড়, পাইন...