Saturday, September 23, 2023
HomeBreaking News‘ইন্ডিয়া’ জোটকে টক্কর! একই দিনে মুম্বইতে বৈঠকে এনডিএ শরিকরাও

‘ইন্ডিয়া’ জোটকে টক্কর! একই দিনে মুম্বইতে বৈঠকে এনডিএ শরিকরাও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে সাধারণত শাসক দলকে পর্যুদস্ত করতে সর্বদা সচেষ্ট থাকে বিরোধীরা। কিন্তু এর উলট পুরান কেন্দ্রে। সদ্যোজাত ‘ইন্ডিয়া’ জোটকে প্যাঁচে ফেলতে উল্টো কৌশল এনডিএ জোটের।

‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক মুম্বাইতে অনুষ্ঠিত হবে বৃহস্পতি ও শুক্রবার। আবার এই দুদিনই মুম্বইতেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোট। শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী, বিজেপি এবং এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠী মিলে রাজ্য ও জেলাভিত্তিক আলোচনা করবেন আগামী দু’দিন ধরে। অন্যদিকে ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচি নিয়ে সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি এখনও। তবে বিরোধী বৈঠকের আয়োজক মহারাষ্ট্র বিকাশ আগারির নেতারা বলেন, ‘ইন্ডিয়া’ জোটের লোগো প্রকাশ করা হবে বৃহস্পতিবার। সঙ্গে করা হতে পারে বার্তাবাহী একটি স্লোগান।

চব্বিশে লোকসভা নির্বাচনে নিজের শক্ত জায়গা তৈরি করতে ‘ইন্ডিয়া’ জোটের দরকার একজন চেয়ারপার্সন এবং আহ্বায়কের। এছাড়াও উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত জানান, উত্তর-পূর্বাঞ্চলের কিছু দলও জোটে যোগ দেবে। বর্তমানে ইন্ডিয়া জোটের শরিক সংখ্যা ২৬। অন্যদিকে বিজেপি- নেতৃত্বাধীন এনডিএ-তে আছে ৩৮টি দল।

তবে প্রশ্ন হচ্ছে কেন এনডিএ জোট বৃহস্পতি ও শুক্রবারকেই বেছে নিলেন বৈঠকের জন্য? কি বিষয় নিয়েই বা হবে আলোচনা? যদিও সুত্র বলছে শুক্রবারের বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে তিন দলের নেতারা যোগ দেবেন বৈঠকে। সেই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়ে কথা হবে।
উল্লেখ্য, জুলাই মাসে বেঙ্গালুরুতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের দিনই দিল্লিতে বৈঠক ডেকেছিল এনডিএ। সেদিনের বৈঠকে পৌরহিত্যে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা নির্বাচনে কর্নাটকে বিজেপির হার এবং ‘ইন্ডিয়া’ জোটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার ফলেই এনডিএ জোটকে চাঙ্গা করতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments