উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের হারে আনন্দে ভাসছে প্রতিবেশী দেশ বাংলাদেশ আর পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ অস্ট্রেলিয়ার জয়ের উল্লাস। বন্যা বইছে উপহাসের। সঙ্গে ভারত বিদ্বেষী শ্লোগান। রবিবার রাতে অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপ জয়ের জন্য প্যাট কামিন্সদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। ভারতের হারে নিজেদের ব্যর্থতার দুঃখটা মেটাতে চাইছে তারা।
ভারতের হারের পর নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পাকিস্তানের বাবর আজমের পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়ার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন বাবর। বাবর যেন হারের ঘায়ে নুন ছিটিয়ে দিল। বাবর আজম তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’মাইক্রো-ব্লগিং সাইট ‘এক্স’-এ একজন ব্যবহারকারী উপহাস করে একজন লিখেছেন, ‘না ইস্ক মেয়, না পেয়ার মে, জো মাজা হেয় ইন্ডিয়াকে হার মে।’ এর মানে ভালোবাসা ও প্রেমে ততটা মজা নেই যতটা ভারতের পরাজয়ের মধ্যে রয়েছে। এর থেকেই পাকিস্তানে সমর্থকদের মানসিকতাটা বোঝা যায়।
অন্যদিকে বিশ্বকাপের ভারতের হারে রীতিমত উৎসবের আমেজ বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সেই উৎসবের ছবি। বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের অনেকেই বলছেন, ‘বাংলাদেশ জিতলে যতটা আনন্দ, তার চেয়েও বেশি আনন্দ পাই ভারতের হারে’। কেউ কেউ বলছেন, ‘উৎসব যার যার ভারত হারলে আনন্দ সবার’।