Friday, May 10, 2024
HomeBreaking Newsপ্রোটিয়াদের ডেরায় দাপট ভারতীয় বোলারদের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতের

প্রোটিয়াদের ডেরায় দাপট ভারতীয় বোলারদের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ভারতীয় বোলারদের কাছে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ সিং ও আবেশ খানের বোলিংয়ের দাপটে ১১৬ রানেই অল আউট হয়ে গেল প্রোটিয়ারা। অর্শদীপ সিং একাই নিলেন ৫ উইকেট। আবেশ খানের ঝুলিতে চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নেয় প্রয়োজনীয় রান। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-০ তে এগিয়ে রইল ভারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার জোহানেসবার্গে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামে ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মাকরাম। তিনি ভেবেছিলেন প্রথমে ব্যাট করে ভারতের সামনে বড় রানের টার্গেট দেবেন। কিন্তু ভারতীয় পেসাররা তা হতে দেয়নি। এদিন ইনিংস শুরুর পর থেকেই নিয়মিত হারে উইকেট হারাতে শুরু করে দক্ষিন আফ্রিকা। টনি ডে জর্জি (২৮) ও অ্যান্ডিলে ফেলুকায়ো (৩৩) ছাড়া কেউই রান পাননি। শূন্য রানে আউট হন রিজা হেনরিক, ভ্যান দের দুশান ও উইয়ান মাল্ডার। অধিনায়ক মাররাম করেছেন মাত্র ১২ রান। শেষে নেমে সামসি ১১ রানের ইনিংস খেলেন। বাকি কেউই ১০ রানের গণ্ডি পেরোতে পারেননি। ১১৬ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা।

এদিন প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে গেছেন ভারতীয় বোলাররা। বিশেষ করে অর্শদীপ সিং ও আবেশ খান। ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন অর্শদীপ। অন্যদিকে, আবেশ খান ৮ ওভার বল করে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। শেষ উইকেটটি নেন কুলদীপ যাদব।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার। অভিষেক ম্যাচেই সুদর্শন ৫৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। সুদর্শন অপরাজিত থেকে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জয়ের রাস্তা প্রশস্ত করেন। শেষ মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। শ্রেয়স আইয়ারও অর্ধ শতরানের ইনিংস খেলেন। তিন ম্যাচের সিরিজে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Railways investigating death of worker at Sevak-Rongpo project

Sevok-Rongpo | সেবক-রংপো প্রকল্পে শ্রমিকের মৃত্যুতে সরব রাজু বিস্ট, তদন্তে রেল

0
শিলিগুড়ি: সেবক-রংপো(Sevok-Rongpo) রেল প্রকল্পে কাজ চলাকালীন এক শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন দার্জিলিংয়ের বিদায়ি সাংসদ রাজু বিস্ট(Raju Bist)। তারপরই ঘটনা নিয়ে তদন্ত শুরু...
Gunfight with paramilitary forces and police, death of 12 Maoists in Chhattisgarh

Chhattisgarh | আধাসামরিক বাহিনী ও পুলিশের সঙ্গে গুলির লড়াই, ছত্তিশগড়ে মৃত্যু ১২ মাওবাদীর!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মাওবাদী দমন অভিযান, ফের সাফল্য। এবার ছত্তিশগড়ে(Chhattisgarh) আধাসামরিক বাহিনীর গুলিতে নিহত ১২ মাওবাদী। শুক্রবার দুপুর থেকেই বিজাপুর জেলার গঙ্গালুরে...

Lakshmir Bhandar | ভুয়ো আধার কার্ডে বাড়ানো হচ্ছে বয়স, লক্ষ্মীর ভাণ্ডারেও দুর্নীতির লম্বা ছায়া...

0
রায়গঞ্জঃ আধার কার্ডে কারও বয়স ১৫, কারও ১৬ বা ১৭। রাতারাতি এডিট করে সেই বয়স হয়ে যাচ্ছে ২৫ বছর। এরপরেই মিলছে লক্ষ্মীর ভাণ্ডার। এর...
hs-result-2024-goyerkatas jeet got 433

HS Result 2024 | পড়াশোনার পাশাপাশি দোকানে কাজ, উচ্চমাধ্যমিকে সফল গয়েরকাটার জিৎ

0
গয়েরকাট: বাবা নেই, সংসারের হাল ধরতে ও নিজের পড়াশোনার খরচ যোগাতে মাধ্যমিকের পরই কাজে যোগ দেয় সে। দিনের বেলা কাজ করে, শুধুমাত্র রাতে পড়াশোনা...

Malda | ছিনতাইবাজরা আজও অধরা, মা-বাবার স্মৃতিমাখা গয়নার সন্ধানে ছুটছেন সত্তরোর্ধ বৃদ্ধা

0
মালদাঃ দু’বছরেও উদ্ধার হয়নি ছিনতাই হওয়া গয়না। মা-বাবার স্মৃতিবিজড়িত সোনার গয়না ফেরত পেতে থানা, উকিল আর জনপ্রতিনিধিদের দুয়ারে আজও হত্যে দিয়ে চলেছেন সত্তরোর্ধ্ব শিখাদেবী।...

Most Popular