Monday, April 29, 2024
HomeExclusiveAlipurduar | ১৯ এপ্রিল ভোট দেখতে জয়গাঁয় আসছেন বহু ভুটানি

Alipurduar | ১৯ এপ্রিল ভোট দেখতে জয়গাঁয় আসছেন বহু ভুটানি

ভাস্কর শর্মা, জয়গাঁ: চারদিন পরই আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভায় ভোট (Lok Sabha Election 2024)। এর উত্তাপ পৌঁছেছে পড়শি ভুটানে (Bhutan)। ভোটের দিন যদিও আলিপুরদুয়ারের জয়গাঁর (Jaigaon) সীমান্তগেট সকাল থেকেই বন্ধ থাকবে। কিন্তু তার ক’দিন আগেই বহু ভুটানি জয়গাঁয় ডেরা বাঁধবেন বলে খবর। গণতন্ত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই তাঁদের আগমন। মাত্র ক’বছর হল রাজতন্ত্র থেকে আধা গণতন্ত্রের পথে এগোচ্ছে ভুটান। তাই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চাক্ষুষের সুযোগ হাতছাড়ায় নারাজ ভুটানবাসী।

এবছরেরই গত ২৩ মার্চ সরকারি সফরে ভুটানে গিয়ে সেদেশের সর্বোচ্চ সম্মান নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত–ভুটান রেলপথ সহ নানা প্রকল্প নিয়ে দুই দেশ মউ স্বাক্ষর করে। শুক্রবার কালচিনির নিমতিতে নির্বাচনি সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুটানের কথা উল্লেখ করে ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা জানান। পড়শি এই দেশের মাঝে নেই কাঁটাতারের বেড়া। যাতায়াতে তেমন কড়াকড়ি নেই।

ইতিমধ্যে ফুল্টশোলিং ভারতের ভোটচর্চায় সরগরম। তাই, ভোট দেখতে ভুটানিরা ভিড় জমাচ্ছেন জয়গাঁয়। স্থানীয় সূত্রে খবর, বহু ভুটানি ১৯ এপ্রিলের ভোট দেখতে দু’দিন আগেই জয়গাঁয় হাজির হচ্ছেন। বহু ভুটানি নাগরিক জয়গাঁয় পড়াশোনা সহ নানা কারণে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। অনেকে সেদেশের নাগরিক হয়েও জয়গাঁয় থেকে নিয়মিত ভুটানে গিয়ে কাজ করেন। ভুটানের চেয়ে জয়গাঁর দৈনন্দিন খরচ অনেক সস্তা। তবে ১৯ এপ্রিল সীমান্ত গেট বন্ধ থাকায় জয়গাঁর ভুটানিরা নানা বুথে গিয়ে ভোটপর্ব চাক্ষুষ করবেন।

জয়গাঁয় অস্থায়ীভাবে থাকা ভুটানি নাগরিক সিংমেডু লক্কা বলেন, ‘আমাদের দেশের ভোটে আমি এখনও অংশ নিইনি। তবে ইন্টারনেটে ভোট কেমন হয় তা দেখেছি। এবার জয়গাঁয় থাকব। ভারতের ভোট দেখার অপেক্ষায় আছি। আমার মতো অনেকেই ওইদিন ভোট দেখার জন্য আগেই জয়গাঁয় আসবেন।’

জয়গাঁ ব্যবসায়ী সমিতির সম্পাদক রামাশংকর গুপ্তা বলেন, ‘করোনা পর্ব কাটিয়ে ফের ভুটানগেট খোলায় ব্যবসার হাল ফিরছে। ভুটানিদের আমরা ভিনদেশি মনে করি না। তাঁরা এখানে নানা সুযোগসুবিধাই পান। ১৯ এপ্রিল ওরা আমাদের ভোট দেখুক। এতে ওদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বাড়বে।

জয়গাঁ-১ ও ২ গ্রাম পঞ্চায়েত মিলে পাহাড়ি জনপদ জয়গাঁ। এখানে মোট ৫০ হাজার ভোটার। দুই গ্রাম পঞ্চায়েতে মোট বুথ রয়েছে ৫৩টি। এরমধ্যে প্রায় ২০টি বুথ একেবারে ভুটান সীমান্ত ঘেঁষা। জয়গাঁয় অবাঙালি ভোটার বেশি। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে দুই গ্রাম পঞ্চায়েতই তৃণমূল দখল করে। অতীতে লোকসভা, বিধানসভা ভোটে জয়গাঁ বিজেপিকে পছন্দ করেছিল। এবার কার সঙ্গে থাকবে জয়গাঁ তা জানতে ৪ জুন অবধি অপেক্ষা করতে হবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-র বিকৃত করা ভিডিও তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করার অভিযোগে দিল্লি পুলিশ সমন পাঠাল তেলেঙ্গানার...

Narendra Modi | বাতিল শা’র সভা, ৩ মে নির্বাচনি প্রচারে কৃষ্ণনগরে আসছেন মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024) কৃষ্ণনগরে (Krishnanagar)। তার আগে মহুয়া মৈত্রের (Mahua Moitra) কৃষ্ণনগরে...

CM Mamata Banerjee | ‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি’, জোটকে কটাক্ষ মমতার

0
খড়গ্রাম: দেশের সর্বোচ্চ আদালত যখন নিয়োগ দুর্নীতিতে রাজ্যকে ধাক্কা দিল, ঠিক তখন মুর্শিদাবাদের খড়গ্রামের নির্বাচনি জনসভা থেকে ফের শ্বেতপত্র প্রকাশের দাবিকে উসকে দিলেন মুখ্যমন্ত্রী...

TMC | নির্বাচনি আচরণবিধির পরোয়া নেই, সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন তৃণমূলনেত্রী

0
হরিশ্চন্দ্রপুর: নির্বাচনি আচরণবিধি চলছে। কিন্তু তা তোয়াক্কা করছেন না তৃণমূলের ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য। নির্বাচনি আচরণবিধি চলাকালীনই তৃণমূলের(TMC) হরিশ্চন্দ্রপুর-১ (বি) সাংগঠনিক ব্লকের...

Govt Ambulance | সরকারি অ্যাম্বুল্যান্সের সংখ্যা কম, ক্ষোভ উত্তর দিনাজপুরে

0
বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) সরকারি অ্যাম্বুল্যান্স (Govt Ambulance) সংখ্যায় অনেক কম। গোদের ওপর বিষফোঁড়া জটিল পরিষেবা পদ্ধতি। অনেকেরই সেই পদ্ধতি জানে...

Most Popular