Monday, April 29, 2024
HomeExclusiveJalpaiguri | আট বছর পর আইনি স্বীকৃতি, সন্তান পেলেন দুই দম্পতি

Jalpaiguri | আট বছর পর আইনি স্বীকৃতি, সন্তান পেলেন দুই দম্পতি

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: সন্তান দত্তক নেওয়ার আট বছর পর আইনি প্রক্রিয়ার নিষ্পত্তি হল মঙ্গলবার। এদিন জেলা শাসক শামা পারভিনের হাত ধরে কলকাতার (Kolkata) দুই নিঃসন্তান দম্পতিকে তাঁদের দুই ছেলেমেয়ের (children) দত্তকের আইনি অধিকার দেওয়া হল। আইনি স্বীকৃতি পেয়ে দুই সন্তানের বাবা মা খুশিতে মেতে ওঠেন।

কলকাতার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০১৫ সালে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের কেরানিপাড়া থেকে ৮ মাসের এক কন্যা সন্তানকে দত্তক নিতে চেয়ে আবেদন করেছিলেন।

অন্যদিকে, কলকাতার একটি বেসরকারি সংস্থার ম্যানেজার একই সময়ে এক পুত্রসন্তানের জন্য আবেদন করেছিলেন। তারপর ২০১৬ সালে নিজেদের কাছে সেই ছেলে ও মেয়েকে দুই মাসের জন্য রাখার অনুমতি পান দুই দম্পতি। কিন্তু কে জানত যে কেরানিপাড়ার বিমলা শিশু গৃহ থেকে সন্তানদের দত্তক নিয়েছিলেন সেটিকে শিশু পাচারের অভিযোগে রাজ্য পুলিশের সিআইডি সিল করে দেবে।

এক নিঃসন্তান বাবা বলেন, ‘নিজেদের কাছে মাত্র দু’মাস রাখার নিয়ম ছিল। কী করব বুঝেই উঠতে পারছিলাম না। জেলা আদালতে গিয়েও কিছুই হয়নি। ভয়ে এদিক-ওদিক ঘুরে বেড়িয়ে সময় নষ্ট হয়েছিল। কিন্তু আদালত থেকে জেলা শাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে জানতে পেরে গত বছর সেপ্টেম্বরে আবেদন করি। আজ নিজের মেয়েকে নিজের বাবার অধিকারে পাওয়ার স্বীকৃতি পেয়ে আমরা খুশি।’

আরেক সন্তানের বাবা বলেন, ‘যে হোম থেকে দত্তক নিয়েছিলাম সেই স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি বন্ধ হয়ে যাওয়ায় আমাদের কাগজপত্র পাওয়া যাচ্ছিল না। আমি কৃতজ্ঞ জেলা শিশু সুরক্ষা বিভাগের কাছে যে তারা অনেক খোঁজাখুঁজি করে আমাদের কাগজ বের করতে পেরেছে। নইলে আজও আইনি স্বীকৃতি পেতাম না ছেলের। ’

২০১৬ সালে দুই ছেলেমেয়ের বয়স ছিল ৮ মাস। এখন প্রায় ৮ বছর। আইনি অধিকার না মিললে কী হবে ভেবে কান্নায় ভেঙে পড়েছিলেন দুই মা। পরে অধিকারের কাগজ হাতে পেয়ে যারপরনাই খুশি তাঁরা।

এদিন জেলা শাসকের ঘরে দুই নিঃসন্তান দম্পত্তিকে ডেকে সব কথা শোনা হয়। কাগজপত্র খতিয়ে দেখতে সাহায্য করেন অতিরিক্ত জেলা শাসক (সমাজকল্যাণ) তেজস্বী রানা ও জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র। জেলা শাসক বলেন, ‘আমি খুশি দুই নিঃসন্তান দম্পত্তিকে তাদের ছেলেমেয়ের উপর দত্তকের আইনি অধিকার দিতে পেরে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Unable to bear the pain, the old woman commited suicide

Balurghat | বয়স ৮৪, রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে জীবনে ইতি টানলেন বৃদ্ধা

0
বালুরঘাট: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেন না। শ্বাসকষ্ট থেকে একাধিক অসুখ শরীরে বাসা বেঁধেছিল। চিকিৎসা করেও সারেনি অসুখ। অবশেষে সবকিছু...

Child Rescue | কোল থেকে পড়ে দোতলার কার্নিশে ঝুলছিল শিশুটি, উদ্ধার করে মায়ের কাছে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেল ৮ মাসের শিশু। তিনতলার বারান্দায় মায়ের কোলে ছিল শিশুটি। মায়ের কোল থেকে আচমকাই শিশুটি পড়ে যায়।...

Teacher Recruitment Scam | একইসঙ্গে খুইয়েছেন চাকরি, সংকটে দম্পতি

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: চাকরি বাতিল (Teacher Recruitment Scam) হতেই একাধিক সমস্যার সম্মুখীন শিক্ষকরা। কেউ নতুন চাকরি পেয়ে সংসার পেতেছিলেন, কেউ বা ঋণ নিয়ে জিনিসপত্র...

আইপ্যাকের ধাঁচে লোকসভা আসন ধরে মনিটরিং টিম তৃণমূলের, থাকছেন ছাত্র-যুবরা

0
আলিপুরদুয়ার: রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের ভোটে আলিপুরদুয়ারের ছাত্র ও শিক্ষকদের মনিটরিং টিমকে কাজে লাগাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অনেকটা আইপ্যাকের ধাঁচেই প্রায় ২০০ জন ছাত্র...

Municipal Election | পাহাড়ে এখনই পুরসভার ভোট চাইছেন না অনীতরা

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এবং পঞ্চায়েত দখলে থাকলেও পাহাড়ে দু’বছর ধরে বকেয়া পুরসভার ভোট (Municipal Election) চাইছে না শাসকপক্ষ। বরং প্রশাসক...

Most Popular