নয়াদিল্লি: শনিবার কর্ণাটক বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে। শুরুতে কংগ্রেস এবং বিজেপি টানটান লড়াই শুরু হলেও সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস। প্রথম দুই ঘণ্টার ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে, কংগ্রেস অনেকটা ভালো ফল করার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’র ছবি দিয়ে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল লিখল-‘আমি অপরাজেয়, আত্মবিশ্বাসী। আজকে আমি অপ্রতিরোধ্য।’
I'm invincible
I'm so confident
Yeah, I'm unstoppable today 🔥 pic.twitter.com/WCfUqpNoIl
— Congress (@INCIndia) May 13, 2023
২২৪ আসনের বিধানসভা ভোটের গণনা চলছে। রাজ্যের ৩৬টি কেন্দ্রে চলছে গণনা। গত আড়াই দশক ধরে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখে চলেছে কর্ণাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএসের মধ্যে। এবার কর্ণাটকের মসনদে অবশেষে কে বসে সেটাই এখন দেখার।