Tuesday, June 6, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গসরকারি বিজ্ঞপ্তিকে বুড়ো আঙুল দেখিয়ে অফিস টাইমে সভা, কাঠগড়ায় তৃণমূলের সংগঠন

সরকারি বিজ্ঞপ্তিকে বুড়ো আঙুল দেখিয়ে অফিস টাইমে সভা, কাঠগড়ায় তৃণমূলের সংগঠন

খড়িবাড়ি: রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিকে বুড়ো আঙুল দেখিয়ে অফিস টাইমে সভা করল শাসক দলেরই কর্মচারী সংগঠন। গত শনিবার রাজ্য অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, অফিস টাইমে এমন কি টিফিন টাইমেও সরকারি কর্মচারীরা কোন সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। সরকারি বিজ্ঞপ্তি সত্ত্বেও আজ দুপুর সোয়া ২ টা থেকে খড়িবাড়ি বিডিও অফিসে সভা করল তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সভা চলে দুপর ৩টা ২০মিনিট পর্যন্ত।

৩ জুন রাজ্য সংগঠনের ডাকে কলকাতার হাজরা মোড় চলো অভিযানকে সফল করতে এবং সংগঠনের খড়িবাড়ি ব্লক কমিটি ঘোষণা করতে এদিন খড়িবাড়ি বিডিও তিনতলার সভাকক্ষে ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়। ১৮ জনের নতুন ব্লক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ধনলাল সিংহ ও সঞ্জীব ঘোষ। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আশিস কুমার প্রামানিক, সম্পাদক সুরজিৎ পাল, জেলা উপদেষ্টা প্রশান্ত সরকার প্রমুখ। ঘন্টা খানেকের সভা চলাকালীন অফিসের সমস্ত চেয়ার ফাঁকা পড়েছিল। পরিষেবা লাটে ওঠে। প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি সত্ত্বেও খোদ শাসক দলের কর্মী সংগঠন বিজ্ঞপ্তি অমান্য করে কি করে! তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দার্জিলিং জেলা সমতলের সভাপতি আশিস কুমার প্রমানিক অবশ্য নানা অজুহাত দেখান। এদিনের অফিস টাইমে বিডিওর নাকের ডগায় শাসক দলের কর্মচারী সংগঠনের সভা হলেও বিডিও নিরঞ্জন বর্মনের অজুহাত, তিনি কিছুই জানেন না। তিনি নিজে নাকি একটি সভা নিয়ে ব্যস্ত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments