উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনে ইডেনের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে শচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ছিলেন বিরাট কোহলি। আর বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে মাস্টার ব্লাস্টারের রেকর্ড খানখান করে দিয়ে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন কোহলি। শচিনের ঘরের মাঠে শতরান করে ওয়ান ডে সেঞ্চুরির তালিকায় এখন শীর্ষে বিরাট।
বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। এদিনের ম্যাচে দুর্দান্ত শতরান করেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এটি ৫০তম শতরান। ২৭৯টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে কোহলি এমন কৃতিত্ব অর্জন করেন। শচিন ৪৫২টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৪৯টি শতরান করেছেন।
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৬ বলে শতরানের গণ্ডি টপকান। শেষমেশ ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১১৭ রান করে আউট হন কোহলি। এবারের বিশ্বকাপ এটি বিরাট কোহলির তৃতীয় সেঞ্চুরি। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১০১ রান এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত শতরান উপহার দেন কোহলি।