Tuesday, April 30, 2024
HomeBreaking News‘পতিতা’ বিতর্কে আইনি নোটিস সেলিমকে, ক্ষমা চেয়ে টুইট না মুছলে মামলার হুঁশিয়ারি...

‘পতিতা’ বিতর্কে আইনি নোটিস সেলিমকে, ক্ষমা চেয়ে টুইট না মুছলে মামলার হুঁশিয়ারি অভিষেকের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিস ধরালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেলিমের বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিকভাবে অভিষেকের সমালোচনা করতে গিয়ে টুইটে ‘পতিতা’ শব্দটি ব্যবহার করেছেন। সেলিমের টুইট ঘিরে সোমবার থেকেই শুরু হয়েছে বিতর্ক। বুধবার সন্ধ্যায় রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আইনি বাঁক নিয়ে নিল। এদিন সেলিমকে আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেক। নোটিসে স্পষ্ট বলা হয়েছে, সমাজমাধ্যমে ক্ষমাপ্রার্থনা করে ওই টুইটটি না মুছে দিলে সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করবেন অভিষেক।

গত সোমবার মহম্মদ সেলিম টুইটারে লিখেছিলেন, ‘‘তিনি (অভিষেক) তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ পাশাপাশি, অভিষেকের নাম না করে ‘মাফিয়া-ডন’ বলেও আক্রমণ শানিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। কিন্তু ওই লেখার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি রিপোর্ট ‘শেয়ার’ করেছিলেন তিনি। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, সেলিম কাকে লক্ষ্য করে ওই কথা লিখেছেন। টুইটে সেলিম ‘পতিতা’ শব্দ ব্যবহার করায় এদিন সেলিমের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন যৌনকর্মীরা। যৌনকর্মীদের অভিযোগ, পতিতা শব্দের ব্যবহারে অপমানিত হয়েছেন তারা। এরপরই সন্ধ্যায় সেলিমকে আইনি নোটিস ধরায় অভিষেক।

টুইটে ‘পতিতা’ (প্রস্টিটিউট) শব্দটি ব্যবহার করা নিয়ে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সেলিম। ওই টুইটটি না-মুছলেও পরে ফেসবুক পোস্টে ‘পতিতা’ শব্দটির বদলে ‘যৌনকর্মী’ শব্দটি ব্যবহার করেছিলেন সেলিম। কিন্তু তাতে তাঁর বক্তব্য বদলে যায়নি। ফলে এই আইনি নোটিসে সেলিমের ‘বিড়ম্বনা’ আরও বাড়ল।

যদিও এই আইনি নোটিসকে গুরুত্ব দিতে চাইছেন না সিপিএম নেতারা। তবে দলের একাংশ মনে করছে ‘আলটপকা’ কথা লিখে অযথা বিতর্কে জড়িয়েছেন সেলিম। সমাজমাধ্যম ব্যবহারে আরও সতর্ক থাকা উচিত।

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোস বলেছিলেন, ‘‘আমরা প্রস্টিটিউট (পতিতা) শব্দটা বলি না। আমরা সেক্স ওয়ার্কার (যৌনকর্মী) বলি।’’ একই কথা বলেছিলেন সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা অনাদি সাহুও।

অভিষেক সংক্রান্ত সেলিমের টুইট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর ওপর অভিষেকের সেলিমকে পাঠানো আইনি নোটিস বাড়তি মাত্রা যোগ করেছে বিতর্কে। এখন দেখার সেলিম ওই নোটিসের দাবি অনুযায়ী সমাজমাধ্যমে ক্ষমাপ্রার্থনা করে টুইটটি মুছে দেন কি না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tea auction centre | জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে

0
জ্যোতি সরকার, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল : নর্থবেঙ্গল টি অকশন সেন্টার ওরফে জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে। ভবনের যে অংশে চা নিলামকেন্দ্র রয়েছে সেই অংশ...

Covishield | ‘কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, বিরল রোগ হতে পারে’, আদালতে স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই টিকার ডোজে বিরল রোগের সম্ভাবনা আছে। আদালতে এমনটাই স্বীকার...

Darjeeling district hospital | প্রাইভেট প্র্যাকটিসে জোর একাংশের, দার্জিলিং জেলা হাসপাতালে তুঘলকি কাজকর্ম

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ২৯ এপ্রিল : দার্জিলিং জেলা হাসপাতালে কিছু চিকিৎসক মর্জিমাফিক ডিউটি করছেন, আবার কিছু চিকিৎসককে দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছে বলে অভিযোগ...

Jharkhand | গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী

0
রাঁচি: গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রার্থী হিসাবে সোমবার মনোনয়ন জমা...

Raiganj | স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পরই নিখোঁজ বধূ, খুনের আশঙ্কা পরিবারের

0
রায়গঞ্জ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পর থেকেই নিখোঁজ স্ত্রী। রায়গঞ্জের মেরুয়াল এলাকার ঘটনা। নিখোঁজ মহিলার নাম সীমা ধর। তার পরিবারের অভিযোগ, সীমার ওপর প্রায়...

Most Popular