শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় নির্বাচনি প্রচার সারলেন জলপাইগুড়ি আসনের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। শিলিগুড়ি পুরনিগমের সংযোজিত ১৪টি ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের অধীনে। শনিবার সকালে শহরের বেশ কিছু ওয়ার্ডে নির্বাচনি প্রচার সারেন দেবরাজ।
তিনি বলেন, ‘সংযোজিত এই এলাকার মানুষকে প্রশাসনিক পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হয়। আমরা দলীয়ভাবে আলাদা ব্লক প্রশাসনের দাবি জানাই।’ শিলিগুড়িতে মেট্রোপলিটন আদালত তৈরিরও দাবি তোলেন তিনি। এদিন তাঁর সঙ্গে প্রচারে ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ সিং সহ অন্যরা।