Tuesday, May 14, 2024
HomeTop NewsLove Affairs | গৃহশিক্ষকের সঙ্গে পালিয়েছিলেন, ফিরে এসেই স্বামীর ডাকে ঘরে ফেরেন,...

Love Affairs | গৃহশিক্ষকের সঙ্গে পালিয়েছিলেন, ফিরে এসেই স্বামীর ডাকে ঘরে ফেরেন, প্রেমিকের ঠাঁই শ্রীঘরে    

ধূপগুড়িঃ ছিলেন গৃহশিক্ষক, কিন্তু আচমকাই বদলে গেল ছাত্রীর মায়ের প্রেমিক। সেই সূত্রেই প্রেমিকাকে সঙ্গে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিল গৃহশিক্ষক প্রেমিক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে ভিন রাজ্য থেকে ফিরতেই বছর তেইশের প্রেমিকের ঠাঁই হল শ্রীঘরে।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছর থেকে যুবক গৃহশিক্ষকতার সূত্রে এলাকায় এক ছাত্রীকে টিউশন পড়াতেন। সেই থেকেই ছাত্রীর বছর আটত্রিশের মায়ের সঙ্গে নিয়মিত নানা বিষয় আলাপ চলত। আলাপের মাঝেই কখন সম্পর্ক প্রেমে পরিনত হয় তা দুই পরিবারের কেউই বুঝতে পারেন নি। গত ২০ দিন আগে প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে ছাত্রীর মাকে নিয়ে একেবারে ভিন রাজ্যে পালিয়ে যায় প্রেমিক যুবক। দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনায় বসে প্রেমিক প্রেমিকাকে ফিরে আসতে বলে। কথা মতো শুক্রবার রাতে দুজনে ধূপগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই পরিচিতরা দেখে দুজনকে চিনে ফেলে এবং রাস্তাতেই আটকে দেয়। বাদানুবাদ থেকে ঝামেলা বাধে উভয়পক্ষের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে আসে৷ এরই মধ্যে প্রেমিকার স্বামী থানায় হাজির হয়। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী বাড়ি ছাড়ার পর থেকেই স্বামী ও সন্তান মায়ের জন্যে কান্নায় ভেঙে পড়েছিল। তারাই গৃহশিক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং ফিরে আসতে বলে।

থানায় এসেও স্বামী তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়। একইসঙ্গে স্ত্রীও স্বামীর কাছে ফিরতে চায় বলে জানায় পুলিশকে। সেই মতো লিখিত দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে যায়। তবে প্রেমিকাকে ছাড়া প্রয়োজনে জেলে যাবেন কিন্তু বাড়ি ফিরবে না বলে নাছোড়বান্দা প্রেমিক যুবক। এদিকে প্রেমিকের পরিবারও ছেলের কু-কর্মের দায়িত্ব নিতে নারাজ। খবর পেলেও পুলিশকে অনুরোধ তো দূর, ছেলের জন্যে থানায় যায় নি পরিবারের লোকেরা। বাধ্য হয়ে পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করে শনিবার আদালতে তুলবে বলেই জানিয়েছে।

গৃহশিক্ষকের এহেন কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে এলাকায়। অনেকেই জানাচ্ছেন, বিশ্বাস রেখেই বাড়িতে টিউশনে শিক্ষকদের ডাকা হয়। কিন্তু বিশ্বাসের অমর্যাদা করলে তা গ্রহনযোগ্য নয়। ধৃত যুবকও ভালো কাজ করে নি। ধূপগুড়ি থানার পুলিশও একের পর এক এই ধরনের ঘটনায় বিরক্ত। নেহাত ছোট ঘটনা হলেও পুলিশ প্রকাশ্যে কোনও মন্তব্যই করতে চায় নি। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ঝামেলা এড়াতে দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরিবার আসলে তাঁদের হাতে তুলে দেওয়া হত। কিন্তু মহিলার পরিবার এসেছিল এবং তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ছেলেটির পরিবার যোগাযোগও করে নি। থানা থেকে একাধিকবার যোগাযোগ করে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা আসে নি। অনেকেই দাবী করেছেন ছেলেটির পরিবার এবারে কর্মের উচিত শিক্ষা দিয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

coal smuggling case | কয়লা পাচার মামলা: সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার, শর্তসাপেক্ষে পেলেন জামিন

0
রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। সুপ্রিম কোর্টের নির্দেশ...

স্বপ্নের নাম হতে পারে তেঁতুলিয়া করিডর

0
  অমিত দে উত্তরবঙ্গে প্রতিবার লোকসভা ভোটের মুখে যেসব নির্বাচনি ইস্যু ভেসে আসে তার অন্যতম হল তেঁতুলিয়া করিডর। জলপাইগুড়ি থেকে পশ্চিমে প্রায় সতেরো কিমি গেলেই...

Gourd Farming | ৭ ফুট লম্বা লাউ চাষ করে তাক লাগালেন তুফানগঞ্জের রূপম

0
তুফানগঞ্জ: লম্বায় ৭-৮ ফুট। উত্তরপ্রদেশে এই লাউয়ের চাষ হয়ে থাকে বলেই জানা যায়। এবার উত্তরবঙ্গের তুফানগঞ্জে পরীক্ষামূলকভাবে এই লাউ চাষ করেছেন এক শিক্ষক। ইতিমধ্যে...

দেশের নির্বাচন আর একতরফা নয়

0
  উত্তম সেনগুপ্ত ভোটের মাঝপথে এসে দুটো ট্রেন্ড স্পষ্ট। প্রথমত, এটি আর একটা ঘোড়ার দৌড় নয়। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত ভালো লড়াই চালাচ্ছে। তৃতীয়ত, চূড়ান্ত...

বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ গোসানিমারিতে

0
সিতাই: বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের গোসানিমারিতে। প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ। স্থানীয় সূত্রে...

Most Popular