Saturday, May 4, 2024
HomeMust-Read NewsDoordarshan | দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ! নির্বাচন কমিশনকে তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Doordarshan | দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ! নির্বাচন কমিশনকে তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রায়ত্ত জাতীয় সম্প্রচার সংস্থা দূরদর্শনের (Doordarshan) অন্যতম হিন্দি চ্যানেল ডিডি নিউজের (DD News) লোগোর রং গেরুয়া (Saffron) করে দেওয়া হয়েছে। যা নিয়ে বর্তমানে বিতর্ক তুঙ্গে। এরই মাঝে এবার লোগোর রং বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) চলাকালীন কীভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি নির্বাচন কমিশনকে (Election Commission) পুরোনো নীল রং ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘ সারা দেশে যখন লোকসভা ভোট চলছে, তখন এইভাবে দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে আমি স্তম্ভিত। এটা একেবারে অনৈতিক, চরমভাবে বেআইনি। নির্বাচন কমিশন কীভাবে এই কাজে অনুমতি দিল যখন গোটা দেশের মানুষ ভোটের আবহে রয়েছে? অবিলম্বে আসল নীল রং দূরদর্শনের লোগোয় ফিরিয়ে আনতে হবে।’

দূরদর্শনের লোগোর রং বদলানোর বিষয়টি নতুন নয়। কিন্তু গেরুয়া তো নিছক একটি রং নয়, সেটি বিজেপির। ভোট চলাকালীন যেহেতু এই পদক্ষেপ তাতেই বেঁকে বসেছেন বিরোধীরা। যদিও প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী লোগোর রং বদলের পেছনে কোনও রাজনীতি দেখছেন না। তিনি বলেছেন, ‘মাঝে মাঝেই রং বদলানো হয় ডিডি-র লোগোর। আর সব চেয়ে বেশি নজর কাড়ে কমলা, হলুদ বা কালো রং। গত বছরও ডিডি ন্যাশনাল এবং ডিডি ইন্ডিয়ার লোগোর রং বদলানো হয়েছে। কেউ তো তখন কোনও প্রশ্ন তোলেননি? আমরা তো অনেক আধুনিক যন্ত্র এনেছি, স্টুডিয়োও বদলে ফেলেছি। অথচ সে সব নিয়ে তো কেউ কিছু বলছেন না।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

নিশ্চয়তার মধ্যেও অস্থিরতা সর্বত্র

0
রূপায়ণ ভট্টাচার্য কলকাতা কোনওদিন লন্ডন হবে না। ভারতের মানুষের অচ্ছে দিনও আসবে না। লোকসভা ভোট দিতে যাওয়ার আগে সব মানুষই এসব জেনে গিয়েছে। জেনে গিয়েছে, অনেক...

শাসনবেড়ির সুবাদে বঙ্গে ভাগাভাগির ছবি ভোটে

0
গৌতম সরকার আমাদের এখন মনে হচ্ছে, ভোটের ফলাফলের চেয়েও বেশি অনিশ্চিত কুণাল ঘোষের ভবিষ্যৎ। অতঃপর কী করবেন কুণাল, পদ কাড়লেও তৃণমূল তাঁকে দল থেকে...

Soil testing of tea gardens | উর্বরতা ধরে রাখতে এবার চা বাগানের মাটি পরীক্ষা...

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বদলে যাওয়া জলবায়ুর নেতিবাচক প্রভাব এসে পড়ছে উত্তরবঙ্গের একমাত্র সংগঠিত শিল্প চায়ের ওপর। উচ্চ গুণগতমানের কাঁচা পাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে...

Cooch Behar | ধানখেতে পড়ে নিখোঁজ বৃদ্ধের দেহ, খুবলে খেল শেয়াল-কুকুর

0
সিতাই: নিখোঁজ বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) সিতাইয়ের (Sitai) আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিতচাতরা গ্রামে। পুলিশ ও...

West bengal weather update | বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ, এই জেলাগুলিতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম থেকে এবার রেহাই মিলবে রাজ্যবাসীর! আবহাওয়া (West bengal weather update) নিয়ে আশার কথা শোনাল আবহাওয়া দপ্তর। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে...

Most Popular