কলকাতা: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। ২৮ মে ওই বৈঠক হবে। মমতার সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও বৈঠক হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কর্ণাটকে বিজেপির পরাজয়ের পর বিরোধী শিবিরে যথেষ্ট উৎসাহের সঞ্চার হয়েছে। মমতা চাইছেন, এই উৎসাহকে কাজে লাগিয়ে বিরোধী জোটের ভিত মজবুত করতে। ২০২৪-এর লোকসভাকে কেন্দ্র করে মমতা ইতিমধ্যেই নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছেন। তাঁর মতে, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির যে যেখানে শক্তিশালী তাকে সেখানেই সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে হবে। তাহলেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সহজে পরাস্ত করা সম্ভব।
মমতা অবশ্য কংগ্রেসকে এড়িয়ে সমস্ত অবিজেপি দলের সঙ্গে জোট গড়তেই বেশি আগ্রহী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি সরব হন। তিনি বলেছেন, ‘ওরা একটাও পয়সা দেয় না। এর ওপর কাউকে কাউকে দিয়ে বলাচ্ছে, দিলেই সব খেয়ে নেবে। এত রাস্তাঘাট, এত পরিকাঠামো সব এমনি এমনি হয়েছে! একশো দিনের কাজ থেকে আবাস যোজনা সব ব্যাপারেই বাংলা এক নম্বরে। কেন্দ্রীয় সরকারই সেই পুরস্কার দিয়েছে। অথচ কেউ কেউ কুৎসা রটাচ্ছে।’