মালদা: নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে ওই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি এলাকায়। মৃতের নাম মহম্মদ ফিরোজ আকতার (৩৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ফিরোজকে মিলকির একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। রবিবার রাতে হোম কর্তৃপক্ষ ফোনে জানায়, ফিরোজের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের লোকজন তড়িঘড়ি মেডিকেল ছুটে এসে দেখেন, ফিরোজের মৃত্যু হয়েছে। পরিবারের লোকেদের অনুমান, ফিরোজকে পিটিয়ে খুন করা হয়েছে। এ নিয়ে পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকে ওই নেশামুক্তি কেন্দ্রে তালা ঝুলছে বলেও অভিযোগ ফিরোজের পরিবারের।