Monday, May 6, 2024
HomeBreaking Newsপাটনায় বিরোধী দলের মেগা বৈঠক শেষ, কী বললেন কোন নেতা?

পাটনায় বিরোধী দলের মেগা বৈঠক শেষ, কী বললেন কোন নেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাটনায় বিজেপির বিরুদ্ধে একযোগে লড়ার ব্লু প্রিন্ট তৈরি করতে বৈঠকে বসেছিল ১৫টি বিরোধী দল। বৈঠকে একসঙ্গে লড়াইয়ের বিষয়ে সার্বিক ঐক্যমত্য হয়েছে বলেই জানা গিয়েছে। এরপর হিমালচল প্রদেশের সিমলায় বিরোধী দলগুলোর ফের বৈঠক হবে। বৈঠক শেষে কোন দলের নেতা কী বললেন…

১. নীতিশ কুমার (জনতা দল ইউনাইটেড): ‘খুব ভালো বৈঠক হয়েছে৷ পরবর্তী বৈঠকও তাড়াতাড়ি হবে৷ মল্লিকার্জুন খাড়গে পরের বৈঠকের দায়িত্ব সামলাবেন। কে কোথায় লড়বে তা চূড়ান্ত হবে৷ সবাই একসঙ্গে লড়ার কথায় সম্মতি দিয়েছেন৷ দেশের বর্তমান শাসক দল ইতিহাস ভুলিয়ে দিচ্ছে, আমরা তা হতে দেব না। ’

২. মল্লিকার্জুন খাড়গে (কংগ্রেস): ‘আমরা একজোট হয়ে ভোটে লড়াই করার পরিকল্পনা করছি৷ জুলাই মাসে ১১, ১২ তারিখ নাগাদ আমরা আবার বৈঠকে বসব সিমলায়৷ ওই বৈঠকেই এজেন্ডা তৈরি হবে৷ কোন কোন বিন্দু নিয়ে এগোব স্থির করা হবে ওই বৈঠকে৷ বিভিন্ন রাজ্যে কোন পথে চলা হবে স্থির করা হবে ওই বৈঠকেই৷ আমরা একজোট হয়ে পথ চলব, আগামী বছরের লোকসভা নির্বাচনে লড়ব৷’

৩. রাহুল গান্ধি (কংগ্রেস): ‘সব দলের নেতাদের স্বাগত জানাই৷ নীতিশজি আজ বিহারের সবকিছু খাইয়ে দিয়েছেন লিট্টি চৌখা, গুলাব জামুন; বিহারের সব কিছু স্পেশাল৷ ভারতের ভিত্তিতে আক্রমণ করা হচ্ছে, বিজেপি-আরএসএস আক্রমণ করছে৷ এটা বিচারধারার লড়াই৷ আমি বৈঠকেও এই কথা বলেছি৷ কিছু মতপার্থক্য আছে, তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই একজোট হয়ে কাজ করব৷ এটা একটা প্রক্রিয়া, এটা এখন গভীরভাবে এগোতে শুরু করেছে৷’

৪. মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস): ‘আজ পাটনায় যে ১৭ দলের বৈঠক হয়েছে, যেখানে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিয়েছেন৷ খুব ভালো বৈঠক হয়েছে৷ শরদজির মতো সিনিয়র ছিলেন৷ লালুজি বহুদিন পরে বৈঠকে যোগ দিয়েছেন৷ রাহুলজি, খাড়গেজি ছিলেন৷ একটা বিষয় হয়েছে, পাটনা থেকেই জনআন্দোলন শুরু হয়৷ বহু আন্দোলন পাটনা থেকেই শুরু হয়েছিল৷ দিল্লিতে বহু বৈঠক হয়েছে, ফলপ্রসু হয়নি৷ তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা সবাই এক, দুই- আমরা একযোগে লড়াই করব৷ তিন- পরের বৈঠক সিমলায় , চার- বিজেপি যে পলিটিক্যাল ভেনডেটা করবে তার বিরোধিতা করব৷ আমাদের লড়াইয়ে আমরাও দেশের নাগরিক, আমরাও দেশপ্রেমী৷’

৫. শরদ পাওয়ার (এনসিপি): ‘এই মাটি থেকেই জয়প্রকাশ নারায়ণ তাঁর আন্দোলন শুরু করেছিলেন। আমরাও গণতন্ত্র রক্ষার্থে একত্রে আন্দোলন করব।’

৬. মেহবুবা মুফতি (পিডিপি): ‘আমরা নেহেরু, গান্ধির আইডিয়া অফ ইন্ডিয়ার সঙ্গে পরিচিত৷ সরকার যে ভারত দর্শন করাচ্ছেন তা নয়। আমরা গান্ধির ভারত ফিরে পেতে চাই, গডসের নয়৷’

৭. উদ্ধব ঠাকরে: ‘আমাদের মতামত ভিন্ন হতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সে সবের ঊর্ধ্বে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ব।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bomb blast | ভোটের আগেই বিস্ফোরণ পাণ্ডুয়ায়! বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম ২

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেকের সভার আগেই হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় গুরুতর জখম আরও দুই কিশোর। আহতদের একজনের...

শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা কি অপরাধ

0
শাঁওলি দে মে মাসটা শুধু শ্রমিক দিবসের জন্যই বিখ্যাত নয়। বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে এইসময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়৷ তাই মে মাস...

উচ্চশিক্ষার পরীক্ষায় গোপনীয়তা কই

0
অংশুমান কর প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় আদালতে সাওয়াল করে এজলাস ছাড়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিযোগ যে, তাঁরই জন্য...

বিশ্বাস হারিয়েছে নির্বাচন কমিশন

0
রন্তিদেব সেনগুপ্ত প্রশ্নটা উঠেছে। উঠেছে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে। প্রশ্নটা উঠেছে যে, এবারের লোকসভা ভোটে প্রথমাবধি নানাবিধ অস্বাভাবিক আচরণ করে নির্বাচন কমিশন কি নিজেই...

Jharkhand | মনোনয়ন জমা দিতেই পুরোনো মামলায় জেলে পুরল পুলিশ, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, অভিযোগ প্রার্থীর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মনোনয়ন জমা দেওয়ার পরই লোকসভা ভোটের এক প্রার্থীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচি শহরের। ভোটের বাজারে এমন ঘটনায় চাঞ্চল্য...

Most Popular