Monday, May 6, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গNagrakata | সিপিএম ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য, অবজ্ঞার অভিযোগ তুলে পদ থেকে...

Nagrakata | সিপিএম ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য, অবজ্ঞার অভিযোগ তুলে পদ থেকে ইস্তফার হুমকি প্রধানের  

নাগরাকাটাঃ বুধবার দুপুরে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পুনম দার্নাল। আর এর পরেই সন্ধ্যায় নিজের বাড়িতে সাংবাদিক সন্মেলন ডেকে একরাশ ক্ষোভ উগড়ে দেন ক্ষোভ উগড়ে দেন সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মিস্ত্রি। তাঁর অভিযোগ তিনি অবজ্ঞার শিকার। এর পেছনে দলের সুলকাপাড়া অঞ্চল কমিটির সভাপতি লতিফুল ইসলামের হাত রয়েছে বলে অভিযোগ প্রধানের। আগামী ৭ দিনের মধ্যে দল এর কোনও বিহিত না করলে  শীতল দেবী প্রধান পদ থেকে ইস্তফা দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে দলবদল ইস্যুকে কেন্দ্র করে শাসক দলের এলাকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন কোন্দলের ছায়া স্পষ্ট। যদিও লতিফুল ইসলাম বলেন, “ফোন করে ওঁনাকে আসার জন্যে বলা হয়েছিল। আর তিনি কি করবেন সেটা একান্তভাবেই তাঁর ব্যক্তিগত বিষয়। আমাদের লক্ষ্য দলকে আরও শক্তিশালী করা।”

ক্ষুব্ধ প্রধান শীতল মিস্ত্রি বলেন, “বিরোধী দলের একজন পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগ দিয়েছেন এর থেকে ভাল আর কিই বা হতে পারে। তবে তাতে আমাকে ইচ্ছেকৃতভাবে ব্রাত্য করে রাখার মধ্যে অন্য কৌশল রয়েছে বলে আমার ধারনা। ওই কর্মসূচীতে উপপ্রধানকে ডাকা হলেও আমাকে নয় কেন?” তাঁর সংযোজন, “এটা বেইজ্জতি ছাড়া আর কিছু নয়। বারবারই এমনটা করা হচ্ছে। এর অর্থ ওঁদের আমাকে পছন্দ নয়। সেটা স্পষ্ট করে বলে দিক। ইস্তফা পত্র লিখেই রেখে দিয়েছি। ৭ দিনের মধ্যে জমা দিয়ে দেব।” প্রধান বলেছেন, “পুনমকে ভোটের আগে যোগ দেওয়ালে দলকে শক্তিশালী করার তত্ত্বে বিশ্বাস করতে পারতাম। ভোটের পর হঠাৎ করে কেন? উদ্দেশ্যটা কি সেটাও বড় প্রশ্ন।

অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম বলেন, “পুনমের গত পঞ্চায়েত ভোটের পরেই আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল। নানা কারণে সেটা হয়নি। এমনকি লোকসভা ভোটের আগেও তাঁকে দলে নেওয়ার পাকা সিদ্ধান্ত হয়ে যায়। সেসময় আমাদের প্রার্থী প্রকাশ চিকবরাইক সময় দিতে পারেন নি। উন্নয়নের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ সবৈব মিথ্যে।”

প্রসঙ্গত, সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৭। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস ২১ টি আসনে জয়লাভ করে। বিজেপি ও সিপিএম ৩ টি করে আসন পায়। গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি তপশিলি জাতির (এসসি) জন্য সংরক্ষিত। ওই ক্যাটাগরিতে তৃণমূলের টিকিটে জয়ী প্রার্থী সেসময় একমাত্র শীতল মিস্ত্রিই ছিলেন। ফলে তিনিই প্রধান হন। এদিন সিপিএম থেকে যিনি যোগ দিলেন সেই পুনমও তপশিলি জাতিভূক্ত। তবে কি তৃণমূল তাঁকে ভবিষ্যতের প্রধান হিসেবে বেঁছে নিতে পারে? এমন জল্পনাও তৈরি হয়েছে। যদিও লতিফুল তাতে জল ঢেলে দিয়ে বলেন, যে কেউ বললেই প্রধান পদ পরিবর্তন করা যায় না। আর বর্তমান প্রধান সবাইকে সঙ্গে নিয়ে যথেষ্ট ভালো কাজ করছেন। কোনও পূর্ব শর্ত ছাড়াই পুনম আমাদের দলে এসেছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amethi | আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে দুষ্কৃতী হামলা, ভাঙচুর একাধিক গাড়ি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে আমেঠিতে (Amethi) কংগ্রেসের পার্টি অফিসে (Congress party office) হামলা চালাল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলা চালানোর পাশাপাশি...

Sandeshkhali | সন্দেশখালিতে ফের সিবিআই, কোন ঘটনার তদন্তে শাহজাহানের ডেরায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুদিন আগেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ভাইরাল ভিডিওটিকে...

T20 World Cup 2024 | টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল আয়োজকদের, হামলার হুঁশিয়ারি পাক...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব। হাতে আর এক মাসও নেই বিশ্বকাপ শুরু হতে।...

পিডব্লিউডি মোড়ের কাছে অর্ধসমাপ্ত কাজ, জলমগ্ন হওয়ার শঙ্কা শক্তিগড়-অশোকনগর

0
সাগর বাগচী, শিলিগুড়ি: চলতি বছর বর্ষাতেও শক্তিগড় এবং অশোকনগর জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এই আশঙ্কার মূল কারণ, ৩১ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি...
Family of gang rape victim under jawans surveillance for 4 years in Hathors

হাথরসে ৪ বছর ধরে গৃহবন্দি গণধর্ষিতার পরিবার, নিরাপত্তার দায়িত্বে জওয়ানরা

0
 রূপায়ণ ভট্টাচার্য, হাথরস: কথা বলার সময় উপরের নিম গাছ থেকে ক্রমাগত মাথায় পড়ে চলেছে নিম ফুল। মাথার চুলে লেগে থাকে ফুলগুলো। বক্তা জানতেও পারছেন...

Most Popular