মালদাঃ শিক্ষাগত যোগ্যতা কম নয়৷ এমএ, বিএড৷ দু’বার এসএসসি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক মেলেনি৷ বিশেষভাবে চাহিদা সম্পন্ন হওয়ায় সংসার চালাতে হিমসিম খাচ্ছেন৷ চাকরির দাবিতে দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও দেখা মেলেনি৷ অবশেষে আরও একবার নবান্ন অভিযানে শামিল হয়েছেন বৈষ্ণবনগরের মণ্ডাই গ্রামের বাসিন্দা নিখিল সরকার৷ ট্রাই সাইকেলে ব্যানার লাগিয়ে নিজের গন্তব্যের পথে এগিয়ে চলেছেন তিনি৷
চাকরীপ্রার্থী নিখিলবাবু জানান, বিধবা দিদিকে নিয়ে রেশনের খাদ্য সামগ্রী দিয়ে আর সংসার চলছে না৷ বাংলায় এমএ, বিএড হওয়ার পরেও চাকরি মেলেনি৷ ২০২২ সালের টেট পরীক্ষায় ১ নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারিনি৷ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম৷ এখনও সেই মামলা বিচারাধীন৷ এদিকে আমার চাকরির শেষ বয়স চলে এসেছে৷ আগে দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম৷ দেখা পাইনি৷ বয়স শেষ হওয়ার আগে আরও একবার মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন করার ইচ্ছে নিয়েই নবান্নে যাচ্ছি৷ এবারে আশাবাদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারব। আমাকে নবান্নে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু আনিসুর রহমান৷