বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

আপ একা নয়! বিরোধী জোট থেকে অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে এবার পাওয়ারের এনসিপিও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আপের পর এবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সমর্থনে ক্রমশ ভিড় বাড়ছে রাজনৈতিক দলগুলোর। তাৎপর্যপূর্ণ ভাবে গতকাল মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির বুথকর্মীদের সমাবেশে এই দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে দেশব্যাপী বিতর্ক উসকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই আপের মতো দল এই ইস্যুকে সমর্থন জানিয়ে বিস্তারিত আলোচনার দাবি রেখেছে। মোদি বিরোধী জোটের অন্যতম শরিক হয়েও আপের এই অবস্থান নিয়ে যখন শোরগোল পড়েছে তখনই আরও এক বিরোধী জোটের শরিক এনসিপিও একই ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়াল।

এদিন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এনসিপি’র জাতীয় কর্মসমিতির বৈঠকে এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল জানান, অভিন্ন দেওয়ানি বিধি(ইউনিফর্ম সিভিল কোড) প্রয়োগ নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এই বিষয় নিয়ে কোনও তাড়াহুড়ো করা চলবে না। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।’ দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রফুল প্যাটেল। আজ নয়াদিল্লিতে দলের কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সুতরাং মনে করা হচ্ছে, এবিষয়ে ঐক্যবদ্ধ ভাবেই সিদ্ধান্ত নিয়েছে দল। শুধু তাই নয়, তিনি এও বলেন, ‘রাজস্থান ও মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনে লড়তে আগ্রহী এনসিপি।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Delhi CM | প্রথম বারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi CM Oath Taking Ceremony | মুখ্যমন্ত্রী নির্বাচন আজ সন্ধ্যেয়, শপথগ্রহণের আমন্ত্রণপত্র বিলি শুরু দিল্লিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নয়া...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...