উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আপের পর এবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সমর্থনে ক্রমশ ভিড় বাড়ছে রাজনৈতিক দলগুলোর। তাৎপর্যপূর্ণ ভাবে গতকাল মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির বুথকর্মীদের সমাবেশে এই দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে দেশব্যাপী বিতর্ক উসকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই আপের মতো দল এই ইস্যুকে সমর্থন জানিয়ে বিস্তারিত আলোচনার দাবি রেখেছে। মোদি বিরোধী জোটের অন্যতম শরিক হয়েও আপের এই অবস্থান নিয়ে যখন শোরগোল পড়েছে তখনই আরও এক বিরোধী জোটের শরিক এনসিপিও একই ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়াল।
এদিন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এনসিপি’র জাতীয় কর্মসমিতির বৈঠকে এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল জানান, অভিন্ন দেওয়ানি বিধি(ইউনিফর্ম সিভিল কোড) প্রয়োগ নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এই বিষয় নিয়ে কোনও তাড়াহুড়ো করা চলবে না। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।’ দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রফুল প্যাটেল। আজ নয়াদিল্লিতে দলের কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সুতরাং মনে করা হচ্ছে, এবিষয়ে ঐক্যবদ্ধ ভাবেই সিদ্ধান্ত নিয়েছে দল। শুধু তাই নয়, তিনি এও বলেন, ‘রাজস্থান ও মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনে লড়তে আগ্রহী এনসিপি।’