Saturday, May 4, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গহাতির হানায় নষ্ট ধানখেত পরিদর্শনে আধিকারিকরা, ক্ষোভ কৃষকদের    

হাতির হানায় নষ্ট ধানখেত পরিদর্শনে আধিকারিকরা, ক্ষোভ কৃষকদের    

চালসা: প্রায় প্রতিদিনই ধানখেতে হামলা চালাচ্ছে হাতি। নষ্ট করছে ধান। ইতিমধ্যে প্রায় ২০০ বিঘারও বেশি ধানখেত নষ্ট করে দিয়েছে হাতি। বর্তমানে নষ্ট ওই ধানখেত গোরু খাচ্ছে। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে কৃষকদের। ঘটনাটি মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকার। সোমবার নষ্ট ওই ধানখেত এলাকা পরিদর্শনে গিয়ে একপ্রকার কৃষকদের ক্ষোভের মুখে পড়েন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, পঞ্চায়েত সদস্যা স্বপ্না ওরাওঁ। পরে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে। এলাকার কৃষক তাপস দাস, নরেশ রায়রা অভিযোগ করে বলেন, ‘প্রতিবছর এই এলাকায় হাতির হানা হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সংলগ্ন পানঝোড়া জঙ্গল থেকে রোজ সন্ধ্যায় হাতি বের হয়ে এসে ধানখেতে হামলা চালায়। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে হাতি। অনেকে হাতির হানার ভয়ে জমিতে ধান রোপনই করেনি। এই অবস্থা চলতে থাকলে কি করে চাষবাস করব!’ হাতির হানা রুখতে এদিন সকলের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকেরা।

এলাকার পঞ্চায়েত সদস্যা স্বপ্না ওরাওঁ বলেন, ‘বন দপ্তরের সঙ্গে এ বিষয়ে বহুবার আলোচনা করা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। প্রয়োজনে আবারও আলোচনা করা হবে।‘ জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী বলেন, ‘এলাকায় এসে যা দেখলাম তাতে কৃষকরা খুবই চিন্তায় থাকার কথা। এলাকায় যাতে হাতির হানা রোখা যায় সেই বিষয়ে বন দপ্তরের সঙ্গে কথা বলব।‘ খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘খবর পেলেই আমরা সাধ্যমতো সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করি। এদিন এলাকার জনগণকে বন সুরক্ষা কমিটির মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজ করার কথা বলা হয়েছে।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

North Bengal Medical | মেডিকেলে ফাঁকিবাজি চলছেই, নির্দেশের পরও চালু হয়নি আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) নির্দেশের পর প্রায় ছ’মাস কেটে গিয়েছে। এখনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে (North Bengal Medical) আধারভিত্তিক বায়োমেট্রিক...

Nagrakata | প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা

0
নাগরাকাটা: প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা সূর্য প্রকাশ বরাইক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার রাতে নাগরাকাটার (Nagrakata) কলাবাড়ি চা বাগানে...

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে জনতা। শৈলরানি দার্জিলিং (Darjeeling) তো ক’দিন ধরেই গিজগিজ করছে...

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood) দুই দশক কাটিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই...

Most Popular