উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মৃত্যু হল বিশ্বের অন্যতম বয়স্ক সিংহ লুনকিতোর। দক্ষিণ কেনিয়ার আমবোসেলি ন্যাশনাল পার্ক লাগোয়া এক গ্রামে রাখালদের ছোঁড়া বর্শার আঘাতে সিংহটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সিংহটির বয়স বয়েছিল ১৯ বছর। সম্ভবত আফ্রিকার সবচেয়ে বয়স্ক সিংহ এটিই ছিল। এই মৃত্যুকে সিংহ ও মানুষের সহাবস্থানের পক্ষে বিপজ্জনক বলে জানিয়েছেন বন্যপ্রাণ সংরক্ষণবিদ ও ‘ওয়াইল্ড লাইফ ডাইরেক্টে’র প্রধান অফিসার পলা কাহুম্বুর।