Friday, May 10, 2024
Homeউত্তর সম্পাদকীয়সম্পর্কের ফাঁদ ও বিপন্ন প্রাণের হাহাকার

সম্পর্কের ফাঁদ ও বিপন্ন প্রাণের হাহাকার

 

সৃজা কবিরাজ

আজকের পৃথিবীতে সম্পদে, বৈভবে, স্বাচ্ছন্দ্যবোধে বাইরে থেকে সবকিছুই ঝলমলে! কিন্তু প্রদীপের তলার অন্ধকারটাও এখন বেশ গাঢ়। মায়াবী জগতের হাতছানিতে মানুষের মানসিকতা এমন জায়গায় পৌঁছেছে যে, সহজ সরল সম্পর্কের ঘেরাটোপে ঢুকে পড়েছে বিষাক্ত কালনাগিনী। বদল হয়েছে সম্পর্কের সংজ্ঞা। সম্পর্ক এখন বিক্রি হচ্ছে।

কবি শক্তি চট্টোপাধ্যায়কেও ভাবিয়েছিল এই সম্পর্কের বাজার। সেখানে ‘সম্পর্ক বিক্রি হচ্ছিল খোলা বাজারে’। বাবা-মা, ভাই-বোন, মানবিকতা, বিশ্বাসের সম্পর্ক। কবি বহুদিন আগেই এই কেনাবেচার কথা বললেও ইদানীং সাধারণ মানুষ এই বিপণনের শিক্ষা পাচ্ছে হাড়েহাড়ে। চাওয়াপাওয়ার নেশায় ঘর ভাঙছে। এমনকি কাজের দুনিয়াটাও কাঁপিয়ে দিয়েছে অদ্ভুত, অনাচারী মুখোশধারী নকল সম্পর্ক। বিশেষত যুবসমাজে এর প্রভাব বহুদূর। তাই দিশেহারা তরুণ-তরুণী অনেকেই হারিয়ে যাচ্ছে অতলে। কেউ বা আবার সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠে অতীতের মধুর সম্পর্কগুলোর অপমৃত্যু ঘটিয়ে ভয়ংকর নিঃসঙ্গতায় ভুগছে। হারিয়ে ফেলছে ন্যায়-অন্যায় বিচারবোধ।

 নিষ্ঠুরতা, স্বার্থপরতা, লোভ, হিংসা, পরশ্রীকাতরতা আজকাল মায়া, মমতা, শ্রদ্ধাকে ভুলিয়ে দিয়ে জায়গা করে নিচ্ছে খবরের কাগজের পাতায়, নেট দুনিয়ায়। একদিকে সন্তানের অন্যায় আবদারে বাবা-মা নির্যাতিত, নিহত কিংবা রক্তাক্ত। জমি বেচে বাইক চাই। মায়ের গয়না বেচে শখের মোবাইল। অন্যদিকে সাত বছরের শিশুসন্তানকে খুন করে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে মা। ঝকঝকে তরুণের দুটো-তিনটে সংসার। তরুণী বধূ বিদেশে পাচার হচ্ছে প্রেমিকের ভালোবাসায়। আর তার থেকেও ঘৃণ্য- বিশ্বাসের সত্যনাশ করে নিষ্পাপ কিশোরীকে পাড়ার কাকু বাইকে করে জঙ্গলে নিয়ে যাচ্ছে কাটাছেঁড়া করতে। এরপর থাকছে খুন, জখম, পুড়িয়ে মারা, ঘর ভাঙার মতো কিছু কু-সন্তান, আত্মীয়, পড়শির লীলাখেলা।

কিন্তু এই সাদা চোখের সাধারণ পাপের সিঁড়ি অনেক ওপরে উঠেছে বহির্জগতের অন্দরমহলে। সেখানে আছে ছিপছিপে, কর্মনিপুণ, ঝকঝকে কিছু তরুণ-তরুণী। কাজের দুনিয়া তাদের মূল্যবোধগুলোকে বইয়ে দিয়েছে ভিন্ন খাতে। সম্পর্ক সেখানে রাজত্ব করছে লিভিং রিলেশনে, হুক-আপ কালচারে, ওপেন ম্যারেজে। অন্যদিকে কর্পোরেট দুনিয়ার কোনও কোনও জায়গায় ঝলমলে আলোর নীচে ঘন অন্ধকারে সম্পর্ক বসে রয়েছে উঁচু সিংহাসনে সুগার ড্যাডি, সুগার ‌মম রূপ নিয়ে। রোবটের মতো সুগার বেবিদের তারা হিরণ্যকশিপু কিংবা ব্রহ্মদৈত্যর মতো খপ করে মুখে পুরে ফেলতে পারে। তখন তরুণ-তরুণীদের কাজের সময় আট থেকে আটচল্লিশ ঘণ্টা!

কোথাও আবার ‘টার্গেট’ নামক একটি শব্দের ফাঁদে পড়ে আতঙ্কে কাটাতে হচ্ছে তরুণ-তরুণীদের। এই টার্গেট পূরণ, প্রোজেক্টের ব্যর্থতার  সঙ্গে সম্পর্কের জোট বাঁধা আছে কর্তৃপক্ষের মন জোগানোর। নতুবা অযোগ্যতার দোহাই, সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সব মিলিয়ে চাকরি সেথায় পদ্মপাতার জল! অতএব আত্মহত্যা, নিখোঁজ, প্রতারণার ফাঁদে পড়া, বিপথগামী তরুণ-তরুণীদের খবরের শিরোনামে উঠে আসতে বাধা কোথায়! সম্পর্কের বাঁধন আলগা হওয়ায় পরিবারের মানুষজন জানতেও পারেন না তাদের অজানা দেশে পাড়ি দেওয়ার কারণ। তবুও জীবন চলছে। সুস্থ সম্পর্কের পরিবেশ আর মানবিকতাবোধ শীতঘুম ছেড়ে জেগে উঠলে হয়তো এখনও রক্ষা পেতে পারে কিছু বিপন্ন প্রাণ।

(লেখক শিলিগুড়ির মেয়ে, বেঙ্গালুরুর বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
ভবিষ্যতে নার্স হতে চায় উচ্চ মাধ্যমিকের মেটেলি ব্লক সেরা দক্ষিন ধুপঝোরার নুরনেহার পারভীন। চালসা,১০ মে - ৮৬ শতাংশ নাম্বার পেয়ে এবার মেটেলি ব্লকে উচ্চ...

Train Services | যাত্রীর চাপ সামলাতে নতুন ট্রেন, বুধবার করে চলবে হাওড়া-এনজেপি স্পেশাল

0
শিলিগুড়ি: বন্দে ভারতের পরিবর্তে নতুন ট্রেন (Train Services) পাচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন (NJP)। গ্রীষ্মকালীন পর্যটনে যাত্রীর চাপ সামাল দিতে ১৫ মে থেকে জুন মাস...
weather-update-in-west-bengal

Weather Report | রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত...

Bagdogra Airport | প্রবেশপথে লাইনে দাঁড়ানোর দিন শেষ, বাগডোগরা বিমানবন্দরে মুখ চিনবে প্রযুক্তি

0
খোকন সাহা, বাগডোগরা: আর মাত্র মাসখানেকের অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) প্রবেশের মুখে সচিত্র পরিচয়পত্র হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দিন ফুরোতে চলেছে। এবার থেকে...

North Bengal University | কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড়, কোর্সে বদল আনছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কলেজ স্তরের নয়া ভর্তিতে (College Admission) কোর্সের ক্ষেত্রে রদবদল করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। নতুন শিক্ষানীতি-২০২০ অনুযায়ীই (New Education Policy)...

Most Popular