Sunday, May 19, 2024
HomeExclusiveJalpaiguri news | শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের রেশ রানিনগরে, কোকা কোলার প্ল্যান্টে বিক্ষোভ

Jalpaiguri news | শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের রেশ রানিনগরে, কোকা কোলার প্ল্যান্টে বিক্ষোভ

পূর্ণেন্দু সরকার ও অনীক চৌধুরী, জলপাইগুড়ি : শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের রেশ এবারে রানিনগরেও। অস্থায়ী কর্মীদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে আইএনটিটিইউসি রানিনগর শিল্পবিকাশ কেন্দ্রে এক বহুজাতিক কোম্পানির চারটি গেটে সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ দেখাল। শুক্রবার হিন্দুস্তান কোকা কোলা বেভারেজ প্রাইভেট লিমিটেডের দেশের তিনটি অঞ্চলের বটলিং প্ল্যান্টের অপারেশনের মালিকানা হস্তান্তর ঘোষণা করা হয়। মুন বেভারেজ প্রাইভেট লিমিটেড নামে একটি দেশীয় সংস্থা কোকা কোলার উত্তর-পূর্ব ভারতের বাজার এবং পশ্চিমবঙ্গের নির্দিষ্ট অঞ্চলগুলিতে এই দায়িত্ব পেয়েছে। এই সূত্রেই – রানিনগরে কোকা কোলার দুটি প্ল্যান্টের দায়িত্বও মুন বেভারেজ প্রাইভেট লিমিটেডের হাতে এসেছে। এ নিয়েই এদিন উত্তেজনা ছড়ায়।

এই দুটি প্ল্যান্টে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৯০০-রও বেশি কর্মী কাজ করেন। প্ল্যান্টগুলিতে কর্মরত অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আইএনটিটিইউসি এদিন আন্দোলনে নামে। সন্ধ্যা সাড়ে ৭টার পর তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের উপস্থিতিতে মালিকপক্ষ আলোচনায় বসে। অনেকটা রাত পর্যন্ত বৈঠক চললেও সমস্যা মেটেনি।

এর আগে আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি উত্তম বর্মনের নেতৃত্বে পুরোনো প্ল্যান্টের বাইরে বেলা ১২টা থেকেই বিক্ষোভ শুরু হয়। উত্তম বলেন, ‘এখানে স্থায়ীদের তুলনায় অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত।’ পরিস্থিতির চাপে মালিকপক্ষ প্ল্যান্টের মূল গেট বন্ধ করে দফায় দফায় বৈঠক করে। কিন্তু কোনও সমাধান বের হয়নি।

বেলা সাড়ে ৩টে নাগাদ দুই সংস্থার আধিকারিকরা মূল গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সন্ধ্যা ৬টা নাগাদ ডিএসপি (সদর) সমীর পাল ঘটনাস্থলে এসে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে কথাবার্তা বলেন। সমস্যা মেটানোর চেষ্টা শুরু হয়। সন্ধে ৭টায় কোকা কোলা ও মুন বেভারেজ প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা পুরোনো প্ল্যান্টে উপস্থিত হন।আইএনটিটিইউসির শ্রমিক নেতাদের সেখানে ডেকে নিয়ে বৈঠক শুরু হয়। রফাসূত্র না মেলায় তৃণমূল নেতারা ক্ষোভ জানান।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

Most Popular