কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় কিউআর কোড স্ক্যান করে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে আটকানো গিয়েছে। এমনকি, প্রশ্ন ফাঁসের পেছনে কারা রয়েছে, তাদেরও নাগাল পেয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2024) ক্ষেত্রেও অনৈতিকতা এড়াতে পদক্ষেপ করল উচ্চশিক্ষা সংসদ। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ‘ইউনিক সিরিয়াল নম্বর’ (Unique Serial Number)। রবিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস আটকাতে প্রশ্নপত্রে এবার থেকে ইউনিক সিরিয়াল নম্বরের ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরের পরীক্ষার ধাঁচে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কী এই ‘ইউনিক সিরিয়াল নম্বর’? সংসদ সূত্রে খবর, প্রত্যেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ডানদিকে ওপরে একটি নম্বর থাকবে। পরীক্ষার্থীদের সেই নম্বরটি উত্তরপত্রের একটি বিশেষ জায়গায় লিখতে হবে। পরীক্ষাকেন্দ্রের ইনভিজিলেটরদের দায়িত্ব উত্তরপত্রে সই করার সময় এই নম্বর ভালো করে মিলিয়ে দেখা। সেইসঙ্গে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে দেওয়া।
জানা গিয়েছে, এতে উচ্চশিক্ষা সংসদ প্রশ্নপত্রের যাবতীয় তথ্য নিজের কাছে রাখতে পারবে। পরীক্ষা চলাকালীন বা তার আগে সেরকম কোনও ‘পরিস্থিতি’ তৈরি হলে, সংসদ সঙ্গে সঙ্গে তা বুঝতে পারবে।