রায়গঞ্জ: ধারের টাকা না দেওয়ায় কাকাতো ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটল হাট এলাকার ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত দাদা বিক্রম ভৌমিককে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদার কাছ থেকে টাকা ধার নিয়েছিল ভাই। সেই ধারের টাকা না দেওয়ায় এদিন সকালে কাকাতো ভাই অমিতকে মারধর দিয়ে হাত ভেঙে দেয় দাদা বিক্রম। অমিতকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ভিত্তিতে অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করে পুলিশ।