রায়গঞ্জ: শুক্রবার আচমকা অসুস্থ হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন তথা তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস। এদিন ভোর সাড়ে চারটা নাগাদ বুকে ব্যাথা নিয়ে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং বুকে ব্যাথা অনুভব করেন। এরপরেই তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে সিসিইউ-তে ভর্তি করানো হয়।
মেডিকেল কলেজের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, ‘পুর প্রশাসকের ডায়াবেটিস রয়েছে। এছাড়াও হার্টের ব্যাধিতে আক্রান্ত তিনি। যথাযথ চিকিৎসা চলছে। বর্তমানে স্থিতিশীল রয়েছে তিনি।‘