Tuesday, May 7, 2024
HomeExclusiveNorth Bengal Medical College and Hospital | অস্থায়ী কর্মী নিয়োগ, বিতর্ক উত্তরবঙ্গ...

North Bengal Medical College and Hospital | অস্থায়ী কর্মী নিয়োগ, বিতর্ক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

মেডিকেল কর্তৃপক্ষের দাবি, বর্তমান এজেন্সির কাজে খুশি না হয়েই নতুন করে টেন্ডার (Tender) ডাকা হয়েছে। অন্যদিকে এজেন্সির বক্তব্য, তিন বছরের জন্য চুক্তি হয়েছিল।

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) সাফাইকর্মী নিয়োগের (Recruitment) নয়া টেন্ডার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। মেডিকেল কর্তৃপক্ষের দাবি, বর্তমান এজেন্সির কাজে খুশি না হয়েই নতুন করে টেন্ডার (Tender) ডাকা হয়েছে। অন্যদিকে এজেন্সির বক্তব্য, তিন বছরের জন্য চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। এজেন্সির মালিক অনিমেষ দাস এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন। ফলে টেন্ডার প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালের বক্তব্য, ওই সংস্থা ভালোভাবে পরিষেবা দিতে পারছে না। কর্মীদেরও বোনাস, প্রভিডেন্ট ফান্ড নিয়ে সমস্যা রয়েছে। কাজে সন্তুষ্ট না হলে এজেন্সিকে সরিয়ে দেওয়া যাবে, নিয়োগপত্রে এমনটা বলা রয়েছে। সেই মতোই পদক্ষেপ করা হচ্ছে।

উত্তরবঙ্গ মেডিকেলকে সাফসুতরো রাখা ও রোগী পরিষেবার স্বার্থে ২৮৮ জন অস্থায়ী কর্মীকে (Temporary Worker) এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৮৫ জন কর্মী এবং তিনজন সুপারভাইজার (Supervisor) রয়েছেন। এজেন্সি বদল হলেও দীর্ঘদিন ধরেই এই কর্মীরা কাজ করছেন। ২০২২ সালে পুরানো এজেন্সি বদল করে অন্য একটি এজেন্সিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, রোগী পরিষেবায় ওই এজেন্সি ভালোভাবে কাজ করতে পারছে না। বিভিন্ন সমস্যা বারবার জানানোর পরেও এজেন্সি পদক্ষেপ করেনি। তাই এজেন্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই নতুন এজেন্সি নিয়োগের টেন্ডারও করা হয়েছে।

অন্যদিকে এজেন্সির কর্তার দাবি, ২৮৮ জন কর্মীকে নিয়োগ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ২০০ জনকেই অফিসের বিভিন্ন কাজে ব্যবহার করছে। কেউ ওয়ার্ড মাস্টারের অফিস সামলাচ্ছেন, কেউ ডেটা এন্ট্রি অপারেটরের (Data Entry Operator) কাজ করছেন, আবার অনেকেই অন্যান্য অফিসে ফাইলপত্র তদারকির কাজ করছেন। মাত্র ৮০-৮৫ জনকে সাফাইকর্মী (Cleaner) হিসাবে পাওয়া যাচ্ছে। এই কর্মী দিয়ে গোটা মেডিকেল কীভাবে সাফসুতরো রাখা সম্ভব?

এজেন্সির (Agency) কর্তা অনিমেষ বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের এজেন্সিকে সরানো হচ্ছে। গত দু’বছরে একবারের জন্যও মেডিকেলের তরফে কাজ সন্তোষজনক নয় বলে রিপোর্ট আমাদের দেওয়া হয়নি। এখন কেন এমনটা বলা হচ্ছে।’ এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের নিয়ে অচলাবস্থায় যাতে রোগী পরিষেবায় কোনও প্রভাব না পড়ে সেদিকে মেডিকেল কর্তৃপক্ষ নজর রাখছে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Aryann Bhowmik | কোচবিহারে শুটিংয়ে এসে বিপত্তি, স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে আহত অভিনেতা আরিয়ান

0
কোচবিহার: কোচবিহারে শুটিংয়ে স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে বাসের ছাদ থেকে পড়ে আহত হলেন ‘সন্তু ও কাকাবাবু’ খ্যাত অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। কয়েকদিন ধরেই...

Harischandrapur | জীবিত হয়েও মৃত একই বুথের ১২ ভোটার, ভোটদানে বঞ্চিতদের প্রশ্ন, এই দায়...

0
হরিশ্চন্দ্রপুরঃ ভোট দিতে এসে জানতে পারেন তাঁরা মৃত। একজন দুই জন নয়, একই বুথে এই সংখ্যাটা কমপক্ষে ১২। ঘটনাটি বাংলা-বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুরের একটি বুথের।...

SSC Recruitment Case | দ্রুত তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, আন্দোলনের পথে বিতর্কিত চাকরিপ্রাপকরা

0
শিলিগুড়ি: এসএসসি মামলায় (SSC Recruitment Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চাকরি বাতিলের রায়ে অন্তবর্তীকালীন স্থগিতদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে রাজ্য স্কুল...

Malda | টোটোয় দলীয় পতাকা লাগিয়ে বুথে ভোটার আনার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

0
হরিশ্চন্দ্রপুর: টোটোর মধ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে গ্রামের বয়স্ক ভোটারদের নিয়ে বুথে আসার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এমনই ছবি ধরা পড়ল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর...
CM Mamata Banerjee Images

CM Mamata Banerjee | ‘আমি খুশি’, চাকরি বাতিল মামলায় সুপ্রিম নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি মামলা (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। তাতে তিনি খুশি বলে জানিয়েছেন...

Most Popular