শিলিগুড়ি: জটিল রোগের কারণে বছর ১২-র নাবালক ছেলে হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ছেলেকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এনজেপি সংলগ্ন গোড়ামোড়ের রামনগর এলাকার বাসিন্দা ববিতা রায়। চিকিৎসার জন্য ব্যাংকে জমানো টাকা তুলে ফেলার বিষয়ে ববিতা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে টাকার ব্যাগ ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। ব্যাংক থেকে ববিতা ৬০ হাজার টাকা তুলেছিলেন। পাশাপাশি তাঁর ব্যাগে আগে থেকে ২০ হাজার টাকা রাখা ছিল। টাকা ছাড়া কী করে ছেলের চিকিৎসা হবে তা ভেবে পাচ্ছে না রায় পরিবার। এবিষয়ে নিয়ে ইতিমধ্যে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করলেও শনিবার রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের এক কর্তা জানান, তদন্ত চলছে। দ্রুত ওই দুষ্কৃতীদের ধরা সম্ভব হবে।