উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি,তারমধ্যেই মিষ্টি হাতে বিজয়া করতে মন্ত্রীর বাড়িতে হাজির হলেন চেয়ারম্যান।অগত্যা বিজয়া করতে এসে মন্ত্রীর দেখা না পেয়েই ফিরতে হল চেয়ারম্যানকে।
বৃহস্পতিবার ভোর ৬টায় রেশন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি আধিকারিকরা। এই পরিস্থিতিতে দুপুর নাগাদ বনমন্ত্রীর বিসি ২৪৫ নম্বর ফ্ল্যাটে হাতে মিষ্টি নিয়ে পৌঁছন বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। চেয়ারম্যান মন্ত্রীর বাড়ির গেটে পৌঁছলে তাঁকে আটকে দেন সিআরপিএফ জওয়ানরা। তার কিছুক্ষন পর জাওয়ানরা ফের চেয়ারম্যানকে জানান, জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই দেখা করতে চাইছেন না।এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচী দত্ত সাফাইয়ের সুরে বলেন, তিনি নাকি জানতেন না মন্ত্রীর বাড়িতে ইডি হানা দিয়েছে।