Tuesday, May 30, 2023
HomeBreaking Newsশিবকুমার নাকি সিদ্দা, কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? আজই ঘোষণা করতে পারে কংগ্রেস

শিবকুমার নাকি সিদ্দা, কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? আজই ঘোষণা করতে পারে কংগ্রেস

বেঙ্গালুরু: ডিকে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া, কে হবেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী? তা নিয়েই এখন চর্চা চলছে দক্ষিণের রাজ্যটিতে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়েছে কংগ্রেস। বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়েছে তারা। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১৩৫টি আসন পেয়েছে কংগ্রেস। এই জয়ের পেছনে কৃতিত্ব মূলত দুজনের। তাঁদের একজন সিদ্দারামাইয়া। তিনি আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। অপরজন শিবকুমার। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। দুজনেই দলের গুরুত্বপূর্ণ নেতা। ভোটে জয়ের পর এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে জটিলতা।

সূত্রের খবর, কর্ণাটকের অধিকাংশ কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে অনড় রয়েছেন শিবকুমার। দিল্লিতে এসে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়েছেন, তিনিই মুখ্যমন্ত্রী হতে চান। শিবকুমারের এই অনড় মনোভাবের জেরেই মঙ্গলবার কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। জট কাটাতে খাড়গে আলাদা আলাদাভাবে সিদ্দারামাইয়া এবং শিবকুমারের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেস সূত্রের খবর, জট কাটিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে আড়াই বছরের রফাসূত্রে হাঁটতে পারে কংগ্রেস। তেমনটা হলে প্রথম আড়াই বছর সিদ্দারামাইয়া এবং শেষ আড়াই বছর শিবকুমার মুখ্যমন্ত্রী থাকবেন। যদিও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। কংগ্রেস হাই কমান্ড শেষ পর্যন্ত কাকে মুখ্যমন্ত্রীর পদে বসায়, সেটাই দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments