শনিবার, ২২ মার্চ, ২০২৫

ঠাকুর মুখ তুলে চাইবেন! কালীঘাটে পুজো দিয়ে প্রত্যাশা চাকরীপ্রার্থীদের

শেষ আপডেট:

কলকাতা: টানা ৮০০ দিন ধরে রাস্তায় বসে যোগ্য চাকরিপ্রার্থীরা। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। মঙ্গলবার কালীঘাটে পুজো দেন ২০১৬ সালের এসএলএসটির চাকরিপ্রার্থীরা। আশা একটাই, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবেন।

মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তাঁরা বলেন, ‘আমরা যোগ্য চাকরিপ্রার্থী। পরীক্ষা দিয়েছি। পাশ করেছি। তালিকাভুক্ত হয়েছি। দুর্নীতির কারণে আজ আমরা বঞ্চিত। ৮০০ দিন হতে চলল। বর্তমানে এমন অবস্থায় যে আইনের যাঁতাকলের মধ্যে পড়ে আমাদের পিষতে হচ্ছে। আমরা চাই দ্রুত সমাধান হোক এবং যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হোক। নিয়োগের আশায় আমরা আজ কালীঘাটে পুজো দিতে এসেছি।’

এদিন পুজো দেওয়ার পর ফের গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তাঁরা। দফায় দফায় আন্দোলন চলছে। রাজ্য সরকারের তরফে বসে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনও সুরাহা হয়নি। একাধিকবার এসএসসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও কার্যত নিস্ফলা। এদিন কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কাতর আর্তি জানান আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, কর্মসংস্থানের দাবিতে কলকাতার রাজপথে নেমেছেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। এদিন তাঁদের ধর্না ৮০০ দিনে পড়ল। মুখে কালি মেখে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। এসএলএসটিতে চাকরির জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়েছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মামলা গড়ায় হাইকোর্টে। আদালতে এখনও এসএলএসটি মামলার নিষ্পত্তি হয়নি। এদিকে, চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৬ সালের চাকরিপ্রার্থীরা। বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ চালিয়েছেন। বর্তমানে ধর্মতলার গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। বরাবর নিজেদের জায়গা পালটালেও নিজেদের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Jnanpith Award | ‘সর্বোচ্চ সাহিত্য সম্মান’, জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিনোদ কুমার শুক্লা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, ৫৯...

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...

Israel-Lebanon | লেবাননে ইজরায়েলের বিমান হানা, ‘নতুন যুদ্ধের আশঙ্কা’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার দক্ষিণ লেবাননে ইজরায়েলের গোলাবর্ষণ...

Nagpur Violence | নাগপুরে হিংসার ঘটনায় গ্রেপ্তার আরও ১৪ জন, ৩টি নতুন এফআইআর দায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নাগপুরে হিংসার ঘটনায় আরও...