Thursday, May 2, 2024
HomeMust-Read Newsতৈরির পরেও চালু হয়নি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, আবর্জনায় অতিষ্ঠ বাসিন্দারা  

তৈরির পরেও চালু হয়নি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, আবর্জনায় অতিষ্ঠ বাসিন্দারা  

মেটেলি: গ্রাম পঞ্চায়েত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হলেও এখনও পর্যন্ত সেটা আর চালু হয়নি। বাড়ি, বাজার ঘাটের থেকে যে সমস্ত নোংরা আবর্জনা বের হয় সেগুলো প্রক্রিয়াকরণ করে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্যই এই বিশেষ ব্যবস্থা। মেটেলি ব্লকে এখনও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু না হওয়ার ফলে ব্লকের বিভিন্ন বাজার ঘাট, রাজ্য ও জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনার স্তূপ দেখা যায়। বিশেষ করে চালসা-মেটেলি রাজ্য সড়ক ও চালসা- বাতাবাড়ি জাতীয় সড়কের ধারে জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সহ জনগণ।

অভিযোগ, প্রায় চার মাস আগে এই ব্যবস্থার কাজ সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ফলে বিভিন্ন বাজারে বা রাস্তার পাশেই জমছে আবর্জনার স্তূপ। মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আইভিল মোড় এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে ঘরও। কিন্তু তৈরির পরেও সেটি তালা বন্ধ অবস্থায় পড়ে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশপ্রেমীরা।

চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা প্রশাসনের কাছে  মেটেলি ব্লকে আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালুর দাবি জানিয়েছিলাম। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য ঘর তৈরি করা হলেও সেটি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে নোংরা আবর্জনা ফেলার সঠিক জায়গা না থাকার কারণে যত্রতত্র দিনের পর দিন আবর্জনার স্তূপ জমা হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য ঘর সহ যাবতীয় পরিকাঠামো তৈরির পরেও কেন সেটি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে তা জানা নেই। দ্রুত সেটি চালু করা প্রয়োজন।

এ বিষয়ে মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন, ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ঘর সহ যাবতীয় পরিকাঠামোর কাজ হলেও এখনও জলের কিছু কাজ বাকি আছে। জলের কাজ সম্পূর্ণ হলেই সেটি চালু করা হবে। আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই প্রকল্প চালু হবে। এই প্রকল্প চালু হলে মেটেলি বাজার সহ সংলগ্ন এলাকার আবর্জনা আর জমা হবে না।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Alipurduar | ভোটের গেরোয় আটকে কয়েক কোটির কাজ

0
ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) ভোট শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভোটের গেরো এখনও কাটেনি। একদিকে যেমন আলিপুরদুয়ার কলেজের স্ট্রংরুমে বাক্সবন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য, তেমনই...

Alipurduar | সর্বদলীয় বৈঠকে মিটল সমস্যা, বিয়ের দাবি থেকে সরলেন তরুণী

0
সুভাষ বর্মন, পলাশবাড়ি: এক মাসে একাধিকবার ধর্নার ঘটনায় ইতি। আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের পলাশবাড়ির এক তরুণ-তরুণীর প্রণয়ের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়। একাধিকবার বিয়ের দাবিতে...

গৃহবধূর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার ফেসবুক বন্ধু

0
বারবিশা: ফেসবুকে প্রথম পরিচয়। এরপর মোবাইল ফোনে ভিডিও কলিং। আর এই ভিডিও কলিংয়ে সাড়া দিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বারবিশা পুলিশ ফাঁড়ি এলাকার এক গৃহবধূ।...

Gujarat | অনলাইনে আসা পার্সেল খুলতেই বিস্ফোরণ, যা হল তারপর…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনলাইনে অর্ডার দেওয়া পার্সেল খুলতেই ভয়াবহ বিস্ফোরণ (parcel exploded)। মৃত্যু হল বাবা ও মেয়ের। জখম মৃত ব্যক্তির আরও দুই মেয়ে।...

বন্ধ সুস্বাস্থ্যকেন্দ্র থেকে ভেসে আসছে গোঙানির শব্দ! দরজা খুলতেই……

0
ফালাকাটা: সুস্বাস্থ্যকেন্দ্রের দরজা বন্ধ। তবে তার মধ্য থেকেই পাওয়া যাচ্ছে গোঙানির আওয়াজ। তাহলে কি ভেতরে কোনও রোগী আটকে পড়ে রয়েছেন? এই নিয়ে মঙ্গলবার সকালে...

Most Popular