Saturday, April 27, 2024
Homeআন্তর্জাতিকSpace Restaurant | মহাকাশে রেস্তোরাঁ! ১ লক্ষ ফুট উচ্চতায় উঠবেন গ্রাহকরা

Space Restaurant | মহাকাশে রেস্তোরাঁ! ১ লক্ষ ফুট উচ্চতায় উঠবেন গ্রাহকরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রেস্তোরাঁয় গিয়ে খাবার তো আমরা মাঝেমধ্যেই খেয়ে থাকি। তবে সেই রেস্তোরাঁ যদি হয় মহাকাশে (Space Restaurant) ভাসমান তাহলে ঠিক কেমন লাগবে? ব্যাপারটি খানিকটা অবাক করার মতো হলেও খুব শীঘ্রই এটি সত্যি হতে চলেছে। ২০২৫ সালেই পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে (Stratosphere) এক ভাসমান রেস্তোরাঁ খুলতে চলেছে নিউ ইয়র্কের ‘স্পেস ভিআইপি’ (SpaceVIP) নামে একটি মহাকাশ ভ্রমণ সংস্থা (Space travel company)। রেস্তোরাঁটি দেখতে অনেকটা বেলুনের মতো। ছয় ঘন্টার জন্য এই স্পেস বেলুনে করেই অতিথিদের নিয়ে যাওয়া হবে মহাকাশ ভ্রমণে। আপাতত ছয় অতিথির জায়গা রয়েছে এই রেস্তোরাঁয়। তবে রেস্তোরাঁটি অনেকটাই ব্যয়বহুল। মাথাপিছু খরচ প্রায় ৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ১৪ লক্ষেরও বেশি। যা সাধারণ মানুষের প্রায় সাধ্যের বাইরে।

রেস্তোরাঁর শেফ হিসেবে নিয়োগ করা হয়েছে মিচেলিন স্টারপ্রাপ্ত রেস্তোরাঁ (Michelin-starred restaurant) ‘অ্যালকেমিস্ট’র ড্যানিশ শেফ রাসমাস মাঙ্ককে (Rasmus Munk)। তিনি এই মহাকাশ রেস্তোরাঁর মেনু এখনও চূড়ান্ত করেননি। তবে মহাকাশ ভ্রমণের মতোই খাবারের মেনুও আকর্ষণীয় হবে বলে তিনি জানিয়েছেন। ওই ছয়জন অতিথির সঙ্গে মাঙ্ক নিজেও এই সফরে সামিল থাকবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ লক্ষ ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হবে অতিথিদের। তারপর সেই রেস্তোরাঁয় বসে খাবার খেতে খেতে মহাকাশ ভ্রমণের পাশাপাশি সূর্যোদয় দেখার স্বাদ নিতে পারবেন অতিথিরা। এমনকি ওয়াইফাই থাকায় রয়েছে মহাকাশ থেকে লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা। ‘স্পেস ভিআইপি’ নামের ওই সংস্থাটি জানিয়েছে, ঘোষণার পরই বুকিং সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক ডজন আবেদনও জমা পড়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যাত্রী-তালিকা চূড়ান্ত করা হবে। এটি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি প্রযুক্তি। আগামী মাস থেকে শুরু হবে পরীক্ষামূলক উড়ান।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tourism affected | তীব্র গরমে পর্যটনে প্রভাব উত্তরে, পর্যটকশূন্য মূর্তি সহ গোটা ডুয়ার্স  

0
চালসাঃ পর্যটক শূন্য ডুয়ার্সের মূর্তি। একে লোকসভা নির্বাচনের আবহ, পাশাপাশি রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই কারণেই ডুয়ার্সমুখী হচ্ছে না পর্যটকেরা। যারা উত্তরের সৌন্দর্য উপভোগ...

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

0
মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের বাসিন্দাদের যদি কেউ শান্তিপূর্ণ ভোটের কথা বলতেন, তাঁরা হয়তো...

Joint war drills | বাংলাদেশ-চিনের যৌথ যুদ্ধ মহড়া! পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই প্রথম চিনের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। মে মাসের গোড়ায় ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এখবর...

ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

0
কৌশিক দাম প্রায় প্রতি বছর মোবাইলে কয়েকটা ডেজিগনেশন সেভ করতে হয়। প্রিসাইডিং, সেকেন্ড পোলিং, সেক্টর ইত্যাদি শুধুই পদ। তাই সত্যি সত্যি কয়েকদিন পর নামগুলো...

রাজনীতি ও ক্রিকেট যেখানে একাকার

0
রূপায়ণ ভট্টাচার্য এত বেয়াদপ গরম সেদিন, সবারই নাকি প্রাণ যায় যায়! সোশ্যাল মিডিয়াতেই মানুষের চুইয়ে ঘাম পড়ার দশা। কলকাতা নাকি হয়ে উঠেছে জয়সলমের। অথবা...

Most Popular