Thursday, September 28, 2023
HomeBreaking NewsLive Update: আশঙ্কাই সত্যি! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে থাবা বসাল বৃষ্টি

Live Update: আশঙ্কাই সত্যি! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে থাবা বসাল বৃষ্টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। সুতরাং, টসের ফলাফলে খুশি দুই দলনায়কই।

  • আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জন্য আপাতত বন্ধ হল ভারত-পাক ম্যাচ। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও কে এল রাহুল। ভারতের রান ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৭।
  • রোহিতের পর প্যাভিলিয়নে ফিরে যান শুভমন গিল। শুভমন ৫৮ রান করে আউট হন শাহিনের বলে। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১২৩ রান।
  • ১৪.১ ওভারে শাদব খানের বলে ছক্কা হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি টপকে যান হিটম্যান। ১৬.৪ ওভারে শাদব খানের বলে ফহিম আশরাফের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন হিটম্যান। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন রোহিত। ভারত ১২১ রানে ১ উইকেট হারায়।
  • এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই হাত খুলে ব্যাট চালাতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। ১০টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২.৩ ওভারে শাদব খানের বলে ১ রান নিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে যান শুভমন। ওয়ান ডে ক্রিকেটে এটি গিলের ৮ নম্বর হাফ-সেঞ্চুরি। অন্যদিকে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments