নয়াদিল্লি: ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ছবির প্রযোজক। শীর্ষ আদালতে মামলার শুনানি হবে ১২ মে। এমনটা জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ।
প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ছবির নির্মাতারা। বুধবার প্রবীণ আইনজীবী হরিশ সালভে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি জানান, তিনি এই মামলাটি ১৫ মে শুনতে পারেন। কারণ ওইদিন এই সংক্রান্ত অন্য একটি মামলার শুনানির কথা রয়েছে। কিন্তু আইনজীবী জানান, নিষেধাজ্ঞার কারণে প্রযোজকদের প্রচুর লোকসান হচ্ছে। আরও একটি রাজ্য ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। তাই এই মামলার শুনানি দ্রুত হওয়া প্রয়োজন। এরপর বিচারপতি মামলাটি ১২ মে শুনবেন বলে জানান। পাশাপাশি, সরকারিভাবে নিষিদ্ধ না করলেও তামিলনাড়ুতে হল মালিকরা অশান্তির আঁচ করে ছবি প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানেও যাতে ছবিটি দেখানো যায়, আদালতে তার রক্ষাকবচও চেয়েছেন ছবির নির্মাতারা।