উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্দোলনে নেমে প্রাণ হারিয়েছেন বছর ২১ এর কৃষক শুভকরণ সিংহ। সেই শুভকরণের পরিবারকেই ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির প্রস্তাব দিয়েছিল পঞ্জাবের ভাগবন্ত মান সরকার। সেই ক্ষতিপূরণ নিতে সাফ অস্বীকার করল নিহত কৃষকের পরিবার। মৃতের পরিবার জানাল, ‘সন্তানের জন্য ন্যায়বিচার চাই, যা টাকার সমতুল্য হতে পারে না।’
এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান নিহত কৃষক শুভকরণ সিংহের পরিবারকে ১ কোটি টাকা এবং তাঁর বোনকে সরকারি চাকরি দিতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একথা জানাতেই, নিহতের পরিবারের তরফে তা নিতে অস্বীকার করা হয়েছে। পাশাপাশি দ্রুত মৃত্যুর তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবার। একই ভাবে কৃষক নেতা সরবন সিংহ পান্ধের এবং দাল্লেওয়ালও দাবি তুলেছেন, শুভকরণের মৃত্যুর জন্য দোষীদের শাস্তি দিতে হবে। প্রসঙ্গত, গত গত ১৩ ফেব্রুয়ারি পঞ্জাব, হরিয়ানার কৃষকেরা ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছেন। সেই থেকে তাঁরা পথে। দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন পুলিশের সঙ্গে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জন কৃষকের।