Friday, May 10, 2024
HomeBreaking Newsশিলিগুড়িতে রাজ্যপালকে দফায় দফায় কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

শিলিগুড়িতে রাজ্যপালকে দফায় দফায় কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

শিলিগুড়ি: টানা বৃষ্টি এবং তিস্তার জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, তাঁকে শিলিগুড়িতে দফায় দফায় কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে। এদিন পরিস্থিতি দেখে ফেরার পথে প্রথমে স্টেট গেস্ট হাউজের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।

এরপর এদিন বেলা ২টা ১৫ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে প্রবেশের মুখে জাতীয় সড়কের আন্ডারপাসেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। জানা গিয়েছে, নকশালবাড়ি ১ ব্লক তৃণমূলের প্রায় ৮০ জন সমর্থক এদিন সেখানে জমায়েত হন। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেন। এরপর গন্তব্যের উদ্দেশে রওনা হন রাজ্যপাল।

প্রসঙ্গত, বুধবার উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপুল জলরাশি উপচে পড়ে তিস্তায়। যার জেরে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিখোঁজ শতাধিক। সিকিমে ১৩টি সেতু ভেঙে পড়েছে। আটকে রয়েছেন ৩০০০-এরও বেশি পর্যটক। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে গিয়েছে। তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিনও কিছু এলাকায় ছোট বড় ধস নেমেছে বলে জানা গিয়েছে। ফলে যেকোনও সময় আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | নার্সিংহোমের দায়সারা মনোভাবের জের, শিলিগুড়িতে নিখোঁজ বৃদ্ধ!

0
শিলিগুড়ি: নার্সিংহোমের (Nursinghome) গাফিলতিতে নিখোঁজ বৃদ্ধ! শিলিগুড়ির (Siliguri) লেকটাউনের বাসিন্দা ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের নাম আশুতোষ কর্মকার। ঘটনার পর বৃদ্ধের জামাই নিউ জলপাইগুড়ি থানায় (New...

Theft of sand | শহরের প্রাণকেন্দ্র থেকে দেদারে চুরি হচ্ছে বালি! আদৌ কি টনক...

0
শিলিগুড়ি: শহরের প্রাণকেন্দ্রে দেদারে চুরি হচ্ছে বালি (Ttheft of sand)। শিলিগুড়ি (Siliguri) এয়ার ভিউ মোড় সংলগ্ন মহানন্দা (Mahananda river) নদীর ছবিটা প্রায় প্রতিদিন এমনই।...

যোগীতেই মন মজে লখনউয়ের বাঙালিদের

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: হুসেইনগঞ্জ মেট্রো স্টেশন থেকে একটু এগোলে লখনউয়ের পুরোনো হিউইট রোড। রাস্তার মধ্যে একটি গলি ঢুকে গিয়েছে অনেকটা। রবীন্দ্র জয়ন্তীর সন্ধেয় সেখান...

পুলিশ ও আবগারির নামে তোলাবাজি, বারে অনিয়মে অভয় দিচ্ছেন প্রধাননগরের ‘মজুমদারবাবু’

0
শিলিগুড়ি: কোথাও ঝামেলা হলে সামাল দিতে হবে? পুলিশ কিংবা আবগারিকে হাতের মুঠোয় রাখতে হবে? টাকা দিলেই নাকি সব কাজ হয়ে যাবে। শিলিগুড়িতে বার এবং...

Siliguri | নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ধাক্কা ডাম্পারের, ভাঙল শেড

0
শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ধাক্কা মারল ডাম্পার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি (Siliguri) থানা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানার...

Most Popular