Friday, April 26, 2024
HomeBreaking Newsএসএসকেএমে অশান্তি বরদাস্ত নয়, মদন মিত্রকে হুঁশিয়ারি হাসপাতাল কর্তৃপক্ষের  

এসএসকেএমে অশান্তি বরদাস্ত নয়, মদন মিত্রকে হুঁশিয়ারি হাসপাতাল কর্তৃপক্ষের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি করাতে না পেরে এই হাসপাতাল বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাম জমানার প্রশংসা করে এসএসকেএমে দালালরাজ চলছে বলে অভিযোগ করেন মদন। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেও রোগী ভর্তি করাতে পারেননি তিনি। শনিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে মদন মিত্রকেই কাঠগড়ায় তুললেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন পিজির ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, হাসপাতাল চত্বরে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের পাশেই আছেন। উল্টে নাম না করে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হয়েছে বলে পাল্টা মদনের বিরুদ্ধেই অভিযোগও করেছেন তিনি।

সাংবাদিক বৈঠকে এসএসকেএমের ডিরেক্টর মণিময় বলেছেন, ‘‘কাল রাতে হাসপাতালে যা ঘটেছে, তা অনভিপ্রেত। ইচ্ছাকৃত ভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা এবং গালিগালাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। আমি তাঁকে ঘটনার কথা বিস্তারিত জানিয়েছি। তিনি এ ক্ষেত্রে কোনও বেয়াদপি বরদাস্ত না করার কথা বলেছেন।’’

ডিরেক্টর আরও বলেন, ‘‘যে কোনও স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে হামলা করলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে দোষীদের শাস্তি দেয়। এসএসকেএম হাসপাতালের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে। কাল যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের সকলের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ফুটেজ দেখে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় আহত সরকারী হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী শুভদীপ পালকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি নিতে চাননি। মদন মিত্র নিজে যাওয়ার পরেও ওই রোগীকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মদনের আরও অভিযোগ, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা অরূপ বিশ্বাসদের হস্তক্ষেপেও কাজ হয়নি। পিজি হাসপাতালে ‘দালালরাজ’ চলছে বলে অভিযোগ মদনের। তিনি বলেন, ‘‘সিপিএমের আমলে আমি এক মিনিটের মধ্যে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম।’’ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এসএসকেএম বয়কটের ডাক দিয়েছেন মদন।

যদিও রোগী ফেরানো নিয়ে এসএসকেএমের বক্তব্য, ভেন্টিলেশনে থাকা এক রোগীকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় ট্রমা কেয়ারে ভেন্টিলেশন শয্যা খালি ছিল না। সে কারণেই রোগীকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি।

হাসপাতালে দালালরাজের অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ‘‘কোনও চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না। রোগী ভর্তি না হলেই হাসপাতালে দালালরাজের অভিযোগ করা হয়। এটা বরদাস্ত করা হবে না। গুন্ডামিও আমরা বরদাস্ত করব না। স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ নিয়ে সরকারের যা দৃষ্টিভঙ্গি, এসএসকেএমেরও তাই। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | রায়গঞ্জে ইভিএম বিভ্রাট, ছেলে মিছিলকে নিয়ে ভোটের লাইনে দীপা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  রাজ্যের তিন লোকসভা আসনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ আসনে সকাল থেকে...

Lok Sabha Election 2024 | আজ দ্বিতীয় দফা, দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিনকেন্দ্রে ভোটগ্রহণ শুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়ে গেল দ্বিতীয় দফার ভোট গ্রহন। রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের ৩ আসনে ভোট শুরু হয়েছে। আসনগুলি...

Loksabha Election 2024 | আর কিছুক্ষণের মধ্যেই শুরু দ্বিতীয় দফার ভোট, শেষ প্রস্তুতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দ্বিতীয় দফায় রাজ্যের ৩ আসনে আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হচ্ছে (Loksabha Election 2024)।  সারা দেশের ৮৮...

Lok Sabha Elections 2024 | ভোটের আগের রাতে শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকা

0
শিলিগুড়ি: ভোটের আগের রাতে বিপুল নগদ সহ এক ব্যক্তিকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। এদিন রাত ১০ টা নাগাদ শিলিগুড়ির জলপাইমোড়ে নাকা চেকিং চলাকালীন...

Pakistan Economy | ‘বাংলাদেশের দিকে তাকালে লজ্জিত হতে হয়’, পড়শি দেশের অর্থনীতির প্রশংসায় শরিফ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অর্থনীতির (Pakistan Economy) টলোমলো অবস্থা সম্পর্কে সকলেই অবহিত। এবার দেশের শিল্প জগতের লোকজনের সামনে বৈঠকে সেই বেহাল অর্থনৈতিক অবস্থার...

Most Popular