উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল ইউপিএসসি পরীক্ষার ফল। সেরার তালিকায় প্রথম সারিতে রয়েছেন মহিলারা। ইউপিএসসিতে শীর্ষ স্থানে রয়েছেন ঈশিতা কিশোর। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এন ও স্মৃতি মিশ্র।
ইউপিএসসিতে শীর্ষ স্থান অধিকারী ঈশিতা শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক হয়েছেন। এবার ইউপিএসসিতে সাফল্যের চূড়ায় রয়েছেন মহিলারা। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন মহিলা পরীক্ষার্থী।
গত বছর ইউপিএসসিতে শীর্ষ স্থান অর্জন করেছিলেন শ্রুতি শর্মা। শীর্ষ চারটি পদের সবেতেই দাপট দেখিয়েছে মহিলারা। অঙ্কিতা আগারওয়াল এআইআর ২ ও চণ্ডীগড় থেকে গামিনী সিঙ্গলা ৩ নম্বরে ছিলেন। ইতিমধ্যেই ইউপিএসসি ২৮ মে সিএসই ২০২৩ প্রিলিম পরিচালনার প্রস্তুতি শুরু করেছে। পরীক্ষার জন্য প্রবেশপত্রগুলি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
দেশের অন্যতম কঠিন এই পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয় ভবিষ্যতের আইএএস, আইএফএস, আইপিএস এবং অন্যান্য গ্রুপ এ ও বি-এর মতো উচ্চপদস্থ আধিকারিকদের। প্রিলিমিনারি, মেন এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।