শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ভাইরাল জ্বরে কাবু আলিপুরদুয়ার, হাসপাতালে ভর্তির হিড়িক রোগীদের

শেষ আপডেট:

আলিপুরদুয়ার: একদিন রোদ, আরেকদিন বৃষ্টি। আবহাওয়ায় এই খামখেয়ালিতে ভাইরাল জ্বরে ভুগছে আলিপুরদুয়ার। নির্দিষ্ট কোনও বয়সের নয়, সবার মধ্যেই দেখা যাচ্ছে এই জ্বর। জেলার হাসপাতালগুলোতে আপাতত ভাইরাল জ্বরের রোগীদের লম্বা লাইন। কোনও বাড়িতে একজনের এই জ্বর দেখা দিলে বাড়ির অন্যদেরও সেই জ্বর দেখা যাচ্ছে। জ্বরের আতঙ্ক দেখা দিলেও খুব দ্রুত এই জ্বর কমেও যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আলিপুরদুয়ার জেলা হাসপাতালেরই আউটডোর ও ইনডোর ঠাসা জ্বরের রোগী দিয়েই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রতিদিন আউটডোরে যে রোগীরা আসছেন তাদের মধ্যে ৬০ শতাংশ রোগীরই শরীরে জ্বর দেখা যাচ্ছে। এবিষয়ে জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, ‘আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রতিবছরই এই সময় ভাইরাল জ্বরের প্রকোপ দেখা যায়।এই সময় হাসপাতালে ভিড় বেশি থাকে।এমনিতে হাসপাতালের গড়ে ৩০০-৩৫০ রোগী থাকে।তবে বর্তমানে ৪১০ জনের মত রোগী ভর্তি রয়েছে।’ জেলা হাসপাতালের সুপার জানালেন কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরই রোগী ঠিক হয়ে যাচ্ছে।

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ শুভাশিস শীর জানান, এখনও জ্বরের কোনও সিরিয়াস রোগী দেখা যায়নি। তবে প্রচুর রোগী আসছে জ্বর নিয়ে। দু’দিন হাসপাতালে থেকেই তারা সুস্থ হয়ে ফিরছে।সুস্থতার রেটিং অনেক বেশি থাকলেও ভাইরাল জ্বর নিয়ে কিন্তু আতঙ্ক কমছে না সাধারণ মানুষের মধ্যে। কেননা এই সময় জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রকোপও বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই দু’দিন জ্বর থাকলেই মানুষের মধ্যে আতঙ্ক চলে আসছে ডেঙ্গি নিয়ে।

জেলা হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডাঃ পার্থপ্রতিম দাসের কথায়,’ অনেকের এই সময় জ্বর হচ্ছে।আবার পেট খারাপের সমস্যাও দেখা যাচ্ছে। এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার আতঙ্কিত না হয়ে।তাহলেই দ্রুত সুস্থ হওয়া যেতে পারে।’

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Jalpaiguri | আরও ২০টি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র বসছে বিভিন্ন বাগানে

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: চা শিল্পের জন্য বৃষ্টিপাতের পাশাপাশি আর্দ্রতার...

Murshidabad Unrest | মুর্শিদাবাদ হিংসায় মৃতদের বাড়িতে সেলিম-মীনাক্ষী, বিক্ষিপ্ত উত্তেজনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদে হিংসায় (Murshidabad Unrest) মৃত...

Hunger strike | ‘লড়াই থামছে না¹, বাধ্য হয়ে অনশন প্রত্যাহার করে বার্তা চাকরিহারাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চরম অব্যবস্থার কারণে চারদিনের মাথায়...

Murshidabad | অশান্তি রুখতে রাতভর কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, রবিবার সকালেও থমথমে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল্ড ডেস্ক: নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় শুক্রবার...