Monday, May 20, 2024
Homeউত্তর সম্পাদকীয়পিছিয়ে পড়া পুনর্ভবার প্রাণ দেবে কে

পিছিয়ে পড়া পুনর্ভবার প্রাণ দেবে কে

এমন চললে তার মৃত উপনদী ঘাঘরা, গাবুরা, কাঁচাইয়ের মতো একসময় পুনর্ভবাও মৃত নদীতে পরিণত হবে৷

  • অজিত ঘোষ

রবীন্দ্রনাথ ঠাকুরের, ‘বাঁশি’ কবিতায় ধলেশ্বরী নদী চিত্রিত হয়েছে৷ কবিতার নায়ক হরি কেরানির জীবনের সঙ্গে নিজেকে একাত্ম করতে করতে কখন যেন ধলেশ্বরী নদী এসে মিশেছে আমার ঘরের নদী পুনর্ভবায়৷ মানুষের এই এক বিচিত্র মতি৷ দরদি মানুষের চোখ আর শান্ত নদী দেখলেই নিকট আত্মীয় বুঝে যায়৷

নদীভিত্তিক সমাজব্যবস্থার অন্যতম নদী পুনর্ভবা এমন এক নদী, যা মৌর্য-গুপ্ত-পাল-কুষাণ যুগের ইতিহাসের সাক্ষ্য বুকে বহন করে চলেছে৷ পাল রাজাদের সময়ে সবচেয়ে সমৃদ্ধশালী নদী পুনর্ভবা৷ পুনর্ভবা সেসময় ‘কাঞ্চন’ নামে পরিচিত ছিল৷ প্রথম হিন্দু রাজা গণেশ রাজধানী গড়েন এই নদীর তীরে৷ এই নদীর ধারেই গড়ে উঠেছিল বাণগড় সভ্যতা৷ শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ নদী পাড়ি দিয়ে এসেছিল বাণরাজ-কন্যা ঊষাকে হরণ করতে৷ পাণ্ডবরা এক বছর অজ্ঞাতবাসের সময়ে এই নদী সাঁতরেই এসেছিল বাণরাজার পূর্বপুরুষ বিরাটরাজার দরবারে৷ বক্তিয়ার খলজির সমাধি আজও বর্তমান পুনর্ভবা নদীতীরের পীরপাল গ্রামে৷

‘পুনঃ পুনঃ ভবা’ অর্থাৎ বারবার গতিপথ বদলে নদীর নাম হয়েছে পুনর্ভবা৷ একদিকে তাম্রলিপ্ত, অন্যদিকে চট্টগ্রাম পর্যন্ত নদীপথে চলত ব্যবসাবাণিজ্য৷ দেবী চৌধুরানির ‘বজরা’ নাকি এই নদীতেই পাল তুলে ছুটে বেরিয়েছে৷ ষাটের দশকেও ভরা যৌবনা ছিল৷

এখন সেসব অতীত৷ ভালো নেই নদীর সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষজন৷ হালদারপাড়ার দীপু হালদার পুনর্ভবার বুকে নৌকো ভাসিয়ে সংবৎসর মাছ ধরতেন৷ মাছ বিক্রি করতেন নিউমার্কেটের বাজারে৷ এখন ভিনদেশি শ্রমিক৷ একই অবস্থা অর্জুন বর্মন, সিদ্ধেশ্বর হালদারের মতো অনেক মৎস্যজীবীর৷ নদীর জলকে সেচের মাধ্যমে কৃষিতে ব্যবহার করে একফসলি জমিকে তিনফসলিতে পরিবর্তিত করতে দেখা যেত সুকদেবপুর, জয়পুর, কাঁটাবাড়ি, করদহ, বাসরের অনেক কৃষককে৷ বছরে এখন একটি ফসলই যেন ভবিতব্য৷ ফলত কৃষিকাজ ছেড়ে টোটোচালক বা ফেরি ব্যবসায় যুক্ত অনেক কৃষক৷

জলের অভাবে আশির দশক থেকেই যেন বার্ধক্যে পৌঁছে যায় নদী৷ ২২৩ কিলোমিটারের বিস্তৃত নদী ক্রমশ সংকুচিত হতে থাকে৷ শিববাড়ির কেশবপুরে নদী দিগন্ত বিস্তৃত চড়া৷ বারুণীমেলায় পুণ্যার্থীদের ভরসা এখন ঘটি৷ পৌষ সংক্রান্তির পুণ্যস্নান এখন জলের অভাবে বিরল দৃশ্য৷ বিলুপ্ত হয়ে চলেছে ভ্যাদা, তিনকাটা, বউ, খয়রার মতো নদীয়ালি মাছের প্রজাতি৷

নদীচুরি চলছে অনবরত৷ নদীর বুকে চলছে অবৈধ নির্মাণ৷ ড্রেজিং না হওয়ায় কমেছে নাব্যতা৷ এসবের সঙ্গে যুক্ত হয়েছে পুনর্ভবার আন্তর্জাতিক সমস্যা৷ বাংলাদেশে আত্রেয়ী নদীর ক্ষেত্রে যেভাবে সরাসরি বাধা দেওয়া হয়েছে, পুনর্ভবার ক্ষেত্রে তা হয়নি৷ ঢাকা-দিনাজপুর রোডে বীরগঞ্জের কাছে লকগেট তৈরি করে টেপা নদীর (দীপা নদী) জলকে বেঁধে দেওয়া হয়েছে, যে নদীর জল পুষ্ট করত পুনর্ভবাকে৷

প্রচলিত মিথ অনুসারে স্বর্গের অপ্সরা অভিশাপে বালিকা রূপে জন্মেছিল মর্তে৷ রামচন্দ্রের পাদস্পর্শে, পুনর্ভবা নদীরূপে বইতে শুরু করে৷ সেই পুনর্ভবার বুকে কান পাতলে শোনা যায় কান্না৷ ক্রমশ যেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে হেরে যাচ্ছে পুনর্ভবা৷ এমনই কান্না শোনা যেত তিস্তার৷ প্রশ্ন জাগে, পুনর্ভবা কি পারবে? প্রতিশোধস্পৃহা কি সবার মধ্যে থাকে? সবাই কি সব পারে? না পারলে পুনর্ভবার মৃত উপনদী ঘাঘরা, গাবুরা, কাঁচাইয়ের মতো একসময় পুনর্ভবাও মৃত নদীতে পরিণত হবে৷

(লেখক গঙ্গারামপুরের বাসিন্দা। সাহিত্যিক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি লোকভা আসন রয়েছে। এগুলি...

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Most Popular