Thursday, May 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গwildlife-human conflict | শীতে বাড়ে বুনোদের হানা, বন্যপ্রাণ-মানুষ সংঘাত এড়াতে সচেতনতা শিবির...

wildlife-human conflict | শীতে বাড়ে বুনোদের হানা, বন্যপ্রাণ-মানুষ সংঘাত এড়াতে সচেতনতা শিবির বনদপ্তরের  

নাগরাকাটাঃ চিতাবাঘ কিংবা হাতি। ডুয়ার্সে চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকায় বুনোদের হানাদারি (wildlife-human conflict) প্রতি বছরই বেড়ে যায় শীতকালে (Winter)। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোথাও শুকনো ডালপালা কুড়োতে গিয়ে হাতির হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ। আবার চা বাগানে কর্মরত অবস্থায় চিতাবাঘের অতর্কিত হামলায় শ্রমিক জখম হওয়ার ঘটনাও ঘটছে।  মানুষ ও বন্যপ্রাণের এই ধরনের সংঘাত রুখতে সচেতনতার প্রসারে নেমেছে বন দপ্তরের খুনিয়া রেঞ্জ। বন্যপ্রাণ উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে ওই রেঞ্জের পক্ষ থেকে এখন স্থানীয়দের সঙ্গে শিবির আয়োজনের কাজ শুরু হয়েছে।  সোমবার এই ধরনের শিবির হয়েছে গোটা ডুয়ার্সের অন্যতম হাতি উপদ্রুত এলাকা নাগরাকাটার বামনডাঙা চা বাগানের বিছ লাইনের একটি শ্রমিক মহল্লায়। এদিনই চিতাবাঘ উপদ্রুত বাগান ভগতপুরে গিয়েও সেখানকার শ্রমিকদের নিরাপদে থাকতে করণীয় বিষয়ের ওপর বার্তা দেয় খুনিয়া রেঞ্জ। রেঞ্জার সজল দে বলেন, এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শিবিরে আমাদের পরামর্শ প্রদান তো রয়েইছে। পাশাপাশি স্থানীয়দের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, এপর্যন্ত খুনিয়া রেঞ্জের পক্ষ থেকে এখনও মোট ৬ টি এমন শিবির হয়েছে। এর আগে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগান, বড়দিঘি চা বাগান ও কিলকোট চা বাগানের দুটি স্থানে শিবির হয়েছে। রেঞ্জার বলেন, মেটেলির মঙ্গলবাড়ি ও ইনডং বস্তী, নাগরাকাটা ব্লকের হোপ ও হিলা-র মত চা বাগানগুলিতেও শিবির আয়োজনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বাসিন্দাদের পাশাপাশি বন্যপ্রাণও যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে প্রত্যেকের কি করণীয় তা বুঝিয়ে বলা হচ্ছে।

বন দপ্তরের হিসেব বলছে গত অক্টোবর থেকে এপর্যন্ত শুধু নাগরাকাটা ব্লকে হাতির হামলায় প্রাণ হারিয়েছে ৮ জন। মেটেলি ব্লকের ক্ষেত্রে ওই সংখ্যাটি ৪। কোথাও লোকালয়ে আবার কোথাও জঙ্গলের ভেতর ওই সমস্ত প্রাণহানির ঘটনাগুলি ঘটে। চিতাবাঘের হামলায় জখম হওয়ার সংখ্যাও একাধিক। যে কারনে এই মরসুমে নিজেদের সুরক্ষিত রাখার উপায়ের মধ্যে জঙ্গলের ভেতরে প্রবেশ না করা, চা বাগানে দল বেঁধে কাজে যাওয়া, হাতি আসে এমন এলাকায় ভোর বেলায় বাড়ির বাইরে বের না হওয়া,  বাড়ির বয়স্কদের পরিবারের অন্য সদস্যদের নজরদারির মধ্যে রাখা এসব বিষয়ের কথা শিবিরে তুলে ধরা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Loksabha Election 2024 | মোদিকে নকল করেই জনপ্রিয়! নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী এই কমেডিয়ান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নকল করতে পারদর্শী তিনি। তাঁকে নকল করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার লোকসভা নির্বাচনে (Loksabha...
mathabhanga high school asif kamal seventh in madhyamik result

Madhyamik Result | মাধ্যমিকে রাজ্যে সপ্তম মাথাভাঙ্গার আসিফ, খুশির হাওয়া শহরে

0
মাথাভাঙ্গা: এবারের মাধ্যমিকের ফলাফলে(Madhyamik Result) আবার চমক দিল মাথাভাঙ্গা হাইস্কুল। সম্ভাব্য মেধা তালিকায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করল মাথাভাঙ্গা(Mathabhanga) হাইস্কুলের ছাত্র আসিফ কামাল। মাধ্যমিকে...

চোখের সামনে ধ্বংস হচ্ছে শিল্প সম্ভাবনা

0
  রণজিৎ ঘোষ উত্তরবঙ্গে একের পর এক সরকারি লাভজনক সংস্থা পঙ্গু হয়ে যাচ্ছে। অথচ এই সংস্থাগুলির দিকে একটু নজর দিলে, একটু পরিকল্পনামাফিক চালানোর চেষ্টা হলে...
west bengal weather update

Weather Upadate | বঙ্গে বৃষ্টি কবে? স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টি কবে হবে তা জানতেই যেন বেশি আগ্রহী প্রত্যেকে। কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির ফোঁটাও নেই বঙ্গে।...

হল অফ ফেমের সেই মুখগুলো কোথায়

0
  সন্দীপন নন্দী আবার একটি দিন সমাগত। বিদ‍্যার্থী জীবনে সকলের অগ্নিপরীক্ষার সেই মাধ‍্যমিক ফল। এ যেন মেধা অন্বেষণের এক বার্ষিক গতি সমাপ্তির প্রত্যুষকাল। পাড়ায় পাড়ায়, অলিগলির...

Most Popular