উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কয়েক দিন পর শুরু হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।চলচ্চিত্র উৎসবের টাইটেল সং প্রকাশ্যে এসেছে শনিবার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভাবনায় গানটি গেয়েছেন অরিজিৎ সিং।তবে গান গাওয়ার জন্য কোন পারিশ্রমিক নেননি অরিজিৎ, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।৩৯টি দেশের ২১৯ টি ছবি দেখানো হবে এবারের উৎসবে।নেতাজি ইন্ডোরের উদ্বোধনী অনু্ষ্ঠানে দেখা যাবে সলমন খান, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা সহ একগুচ্ছ তারকাদের। উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া নেয়া’। মুখ্যমন্ত্রীর ভাবনায় উৎসবের টাইটেল সং সম্পূর্ণ বিনামূল্যেই গেয়েছেন অরিজিৎ সিং।