উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেনিসের ওপেন যুগে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে বিশ্বরেকর্ড গড়লেন রোহন বোপান্না (Rohan Bopanna)। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) পুরুষ ডাবলসে রড লেভার এরিনায় সতীর্থ ম্যাথু এবডেনকে (Matthew Ebden) নিয়ে ট্রফি জিতলেন তিনি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন এই জুটি। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। এর আগে মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর।
তৃতীয় ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসাবে ওপেন যুগে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বছর ৪৩-এর বোপান্না। পেজ এবং ভূপতির এই নজির রয়েছে। পরের সপ্তাহেই প্রবীণতম হিসাবে এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসতে চলেছে বোপান্না। তাঁর সতীর্থ এবডেন হবেন দু’নম্বর। এর আগে এবডেন একটি ডাবলস জিতেছেন। ২০২২-এর উইম্বলডন জেতেন ম্যাক্স পার্সেলের সঙ্গে জুটি বেঁধে।