উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। বুধবার বিশ্ববিদ্যালয়ের গেটে রাজ্যপালের (Governor) গাড়ি ঢুকতেই পড়ুয়ারা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও। তাঁরাই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। তাঁদের হাতে সংগঠনের পতাকাও ছিল।
এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু তিনি ক্যাম্পাসে ঢুকতেই পড়ুয়ারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ভিতরে ঢুকতে পারেন রাজ্যপাল। কিন্তু কোন দাবিকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ তা সঠিকভাবে এখনও জানা যায়নি।