Tuesday, May 14, 2024
HomeTop NewsFarmers movement | কেন্দ্রের প্রস্তাব খারিজ, বড় আন্দোলনের প্রস্তুতি কৃষক নেতৃত্বের

Farmers movement | কেন্দ্রের প্রস্তাব খারিজ, বড় আন্দোলনের প্রস্তুতি কৃষক নেতৃত্বের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  পাঁচ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে(MSP)কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলি ফসল কিনবে কৃষকদের থেকে। সোমবার গভীর রাত পর্যন্ত চলা চতুর্থ দফার বৈঠকে কেন্দ্রের দেওয়া এই প্রস্তাব কার্যত নস্যাৎ করে দিয়েছেন আন্দোলনরত কৃষক সংগঠনগুলি।  বিবৃতিতে তাদের স্পস্ট বক্তব্য, কেন্দ্রের এই প্রস্তাব নজর ঘোরানোর চেষ্টামাত্র।

গত কাল রাতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুণ্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বৈঠক করেন কৃষক নেতাদের সঙ্গে। বৈঠক শেষে পীযূষ জানান, সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এনসিসিএফ, নাফেডের মতো সমবায় সংস্থা কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ডাল, ভুট্টা কেনার জন্য পাঁচ বছরের চুক্তি করবে। কটন কর্পোরেশন অব ইন্ডিয়াও পাঁচ বছরের জন্য একই রকম চুক্তি করতে পারে ন্যূনতম সহায়ক মূল্যে তুলো কেনার জন্য।

এরপর কৃষক নেতারা বৈঠকে বসেন কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে এবং কার্যত খারিজ করে দেন এই প্রস্তাব। কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা ওই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছে, কেন্দ্রকে সমস্ত (মোট ২৩টি) ফসল ন্যূনতম সহায়ক মূল্যে কিনতে হবে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও সেই প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল। আলোচনায় কেন্দ্রের তরফে অস্বচ্ছতার অভিযোগও করেন কৃষক নেতারা। এরপরই ২১শে ফেব্রুয়ারি ফের বড় মাপের আন্দোলনে (Farmers movement) নামার হুশিয়ারী দিয়েছেন কৃষকরা। কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের জানান, ‘কোনও মতেই সরকার আমাদের দিল্লিতে পৌঁছতে দিতে চায় না। কিন্তু আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে আমরা দিল্লি যাবই। এখন আমাদের উপরে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায়।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

স্বপ্নের নাম হতে পারে তেঁতুলিয়া করিডর

0
  অমিত দে উত্তরবঙ্গে প্রতিবার লোকসভা ভোটের মুখে যেসব নির্বাচনি ইস্যু ভেসে আসে তার অন্যতম হল তেঁতুলিয়া করিডর। জলপাইগুড়ি থেকে পশ্চিমে প্রায় সতেরো কিমি গেলেই...

৭ ফুট লম্বা লাউ চাষ করে তাক লাগালেন তুফানগঞ্জের রূপম

0
তুফানগঞ্জ: লম্বায়  ৭/৮ ফুট লাউ আগে কোথাও দেখেছেন  ?  উত্তর প্রদেশে এই লাউ এর চাষ হয়ে থাকে বলেই জানা যায়। এবার উত্তরবঙ্গের তুফানগঞ্জে এই...

দেশের নির্বাচন আর একতরফা নয়

0
  উত্তম সেনগুপ্ত ভোটের মাঝপথে এসে দুটো ট্রেন্ড স্পষ্ট। প্রথমত, এটি আর একটা ঘোড়ার দৌড় নয়। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত ভালো লড়াই চালাচ্ছে। তৃতীয়ত, চূড়ান্ত...

বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ গোসানিমারিতে

0
সিতাই: বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের গোসানিমারিতে। প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ। স্থানীয় সূত্রে...

Accident | ভুটভুটির চাকা ফেটে দুর্ঘটনা, গুরুতর আহত তিন

0
কুমারগঞ্জ: ভুটভুটির চাকা ফেটে দুর্ঘটনা ঘটল। সোমবার রাত আটটা নাগাদ কুমারগঞ্জ থানার জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের তুলোট মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন তিনজন।...

Most Popular