নয়াদিল্লি: রবিবার প্রকাশিত হল সিআইএসসিই বোর্ডের আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। এদিন বিকেল ৩টেতে ফল প্রকাশ করে বোর্ড। আইসিএসই-তে দেশে প্রথম হয়েছে বাংলার সম্বিৎ মুখোপাধ্যায়। সে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। cisce.org, results.cisce.org ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যাচ্ছে। আইসিএসই ও আইএসসি দুটিতেই ছেলেদের থেকে মেয়েরা ভালো ফল করেছে।
এবছর আইসিএসইতে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। অন্যদিকে, আইএসসিতে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। আইসিএসইতে মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। আইসসিতেও ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। সেখানে ছাত্রীদের পাশের হার ৯৮.০১ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের ৯৫.৯৬ শতাংশ। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আইসিএসই পরীক্ষা। ১৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছে আইএসসি। এদিন ফল প্রকাশের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।
আইএসসিতে ১ নম্বর স্থানে থাকা পরীক্ষার্থীদের তালিকা:
শুভম কুমার আগরওয়াল (বাংলা)
মান্য গুপ্তা (বাংলা)
রিয়া আগরওয়াল
ইপশিতা ভট্টাচার্য
মহম্মদ আরিয়ান তারিক
আইসিএসইতে র্যাংকিংয়ে ১ নম্বরে থাকা পরীক্ষার্থীদের তালিকা:
সম্বিত মুখোপাধ্যায় (বাংলা)
রুশিল কুমার
অনন্যা কার্তিক
শ্রেয়া উপাধ্যায়
অদ্বয় সরদেশাই
যশ মণীশ ভাসিন
তনয় সুশীল শা
হিয়া সংঘভি
অবিশি সিং