Tuesday, April 30, 2024
HomeBreaking NewsCM Mamata Banerjee | বর্ধমান থেকে ফেরার পথে বিপত্তি! কপালে চোট পেলেন...

CM Mamata Banerjee | বর্ধমান থেকে ফেরার পথে বিপত্তি! কপালে চোট পেলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ধমান (Burdwan) থেকে ফেরার পথে বিপত্তি! কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকাই ব্রেক কষেন। সেইসময় ঝাঁকুনিতে কপালে সামান্য চোট পান মমতা। যদিও পরে সেই গাড়িতেই তিনি কলকাতা (Kolkata) রওনা হয়েছেন।

বুধবার প্রশাসনিক সভা (Administrative meeting) করতে বর্ধমানে গিয়েছিলেন মমতা। হেলিকপ্টারে করে সেখানে যান তিনি। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় তিনি ফেরেন সড়কপথে। আর সেখানেই ঘটে বিপত্তি। গোদার মাঠের সভা শেষ হওয়ার পর সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় জিটি রোডে উঠতে শুরু করে। সেইসময় ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। তবে সেই আঘাত গুরুতর নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজের কপালে একটি রুমাল জড়িয়ে নেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁর কনভয় আবার রওনা দেয় কলকাতার উদ্দেশে।

এর আগে উত্তরবঙ্গ (North bengal) সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বছর জুন মাসে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর কপ্টার বিভ্রাট হয়। হেলিকপ্টার জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই কপ্টারের জরুরি অবতরণ করা হয়। আর তা নামার সময়ই পায়ে এবং কোমরে চোট পান মমতা। এরপরই জানা যায় হাঁটুতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। লিগামেন্টেও আঘাত লাগে। এরপর টানা চিকিৎসা চলে। বেশ কিছুদিন তাঁকে বাড়িতে থাকারও পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এসএসকেএমের (SSKM) চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

‘বাইনারি’ তত্ত্বে ব্যর্থতা ঢাকা যাবে তো কমরেড!

0
  আশিস ঘোষ এক-একটা ভোটে এক-একটা কথা অনেক কথার ভিড় ঠেলে সামনে আসে। অনেক শব্দ। একদা ‘গরিবি হটাও’ থেকে ‘শাইনিং ইন্ডিয়া’, ‘অচ্ছে দিন’ থেকে...

প্রতিবাদের রাজপথে আর নেই নাগরিকরা

0
  অমল সরকার ক’দিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পুরোনো একটি রশিদের ছবি দিয়ে  ১৯৬৬ সালে চার চাকা গাড়ি এবং পেট্রোলের দাম উল্লেখ করলেন। উৎসাহ পেয়ে...

সংকোশপারের সংকটে সীমান্তের বাঙালিরা

0
  ধ্রুব গুপ্ত হিমালয় থেকে নেমে আসা নীলবর্ণ সংকোশ নদী বাংলা আর অসমের সীমানার সঙ্গে বারবার লুকোচুরি খেলতে খেলতে ব্রহ্মপুত্রে মিশেছে। সে নদীর কোনও অংশকে...

Tea auction centre | জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে

0
জ্যোতি সরকার, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল : নর্থবেঙ্গল টি অকশন সেন্টার ওরফে জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে। ভবনের যে অংশে চা নিলামকেন্দ্র রয়েছে সেই অংশ...

Covishield | ‘কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, বিরল রোগ হতে পারে’, আদালতে স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই টিকার ডোজে বিরল রোগের সম্ভাবনা আছে। আদালতে এমনটাই স্বীকার...

Most Popular