ফরাক্কা: ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হল বল্লালপুরে। বুধবার এই নির্মাণকাজের শুভ সূচনা করলেন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম। মালদা থেকে আগেই ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাসপাতালের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক। স্বাধীনতার এই প্রথম ফরাক্কাতে কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠতে চলেছে। এতদিন বিভিন্ন প্রয়োজনে বাসিন্দাদের হয় জঙ্গিপুর নয় ধুলিয়ান বা মালদায় যেতে হত। এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হলে সাধারণ মানুষের সমস্যা অনেকটা মিটবে। প্রাথমিক পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল হবে। ধীরে ধীরে শয্যা সংখ্যা বাড়বে বলে জানা গিয়েছে।

